গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও এলাকায় জঙ্গিদের হামলার জবাবে গত ৭ মে পাকিস্তানকে উপযুক্ত জবাব দেয় ভারতবর্ষ। পাকিস্তানের অধীনে থাকা জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় ভারত। ভারত এবং পাকিস্তানের মধ্যে চলতে থাকা এই সমস্যার মধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা নিজেদের মন্তব্য প্রকাশ করেছেন।
ভারত এবং পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতিতে সকলেই ভারতের পক্ষেই কথা বলেছেন। তবে এতকিছুর মধ্যেও পাকিস্তানি শিল্পী ফাওয়াদ খানকে দেখা গিয়েছে অন্য সুরে কথা বলতে। পাকিস্তানের ওপর ভারতের হামলা হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফাওয়াদ লিখেছিলেন, ‘এটি একটি লজ্জাজনক হামলা। আহত এবং নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’
আরও পড়ুন: কণ্ঠস্বর থেকে হাঁটাচলা সবই ছিল ‘মেয়েদের মতো’, নিজেকে কীভাবে পাল্টেছিলেন করণ জোহর?
আরও পড়ুন: ‘দেশ মেরে’ হোক বা ‘মা তুঝে সালাম’, এই ১০ দেশপ্রেমের গান, যা আজও গায়ে দেয় কাঁটা
ফাওয়াদ আরও লেখেন, ‘সকলের কাছে আমার একটাই অনুরোধ, উত্তেজক শব্দ দিয়ে আগুন জালানো বন্ধ করুন। নিরীহ মানুষের জীবনের মূল্য রয়েছে। ইনশাল্লাহ। পাকিস্তান জিন্দাবাদ!’ ফাওয়াদ খানের এই পোস্ট দেখেই যেন তেলে বেগুনে জ্বলে উঠেছেন সকলে। এবার অভিনেতাকে যোগ্য জবাব দিলেন টেলি অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়।
অনুপমা খ্যাত তারকা রুপালি তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ফাওয়াদ খানের বক্তব্যের নিন্দা জানিয়ে লিখেছেন, ‘আপনার ভারতীয় ছবিতে কাজ করা আমাদের জন্যও লজ্জাজনক ছিল। #অপারেশন সিঁদুর #ভারতীয় সেনা বাহিনী #ভারতীয় বিমান বাহিনী।’
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, চলতি বছর ফাওয়াদ খানের ‘আবির গুলাল’ মুক্তি পাওয়ার কথা ছিল বড় পর্দায়। এই ছবির মাধ্যমে ৯ বছর পর বলিউডে ফেরার কথা ছিল অভিনেতার। যদিও এর মধ্যেই কাশ্মীরের মাটিতে জঙ্গি হানার ফলে ফাওয়াদ খানের ছবি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ভারতবর্ষে।
তবে শুধু ফাওয়াদ খান নন, পাকিস্তানের পক্ষে মন্তব্য রাখতে দেখা যায় ‘রইস’ খ্যাত অভিনেত্রী মাহিরা খানকেও। অপারেশন সিঁদুর সংগঠিত হওয়ার পর মাহিরা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আমি কৃতজ্ঞ যে আমি এমন একটি দেশে বাস করি যেখানে আমাকে যা বলতে হবে তা বলতে বাধ্য করা হয় না। আমার একটি কণ্ঠস্বর আছে এবং আমি তা ব্যবহার করতে পারি। ভারত, আপনার যুদ্ধ এবং ঘৃণামুলক বক্তব্য বহুদিন ধরে অব্যাহত রয়েছে। মাঝরাতে পাকিস্তানের শহরগুলিতে আক্রমণ করেন আর সেটিকে জয় বলে মনে করেন?’
আরও পড়ুন: 'আমার ভাই আমাকে...', জম্মু থেকে ভাইয়ের পাঠানো কোন ভিডিয়ো পোস্ট করলেন অনুপম?
আরও পড়ুন: যুদ্ধের আবহে বাবাকে নিয়ে চিন্তিত, জম্মুর বাড়িতে কেমন আছেন সময় রায়নার বাবা?
মাহিরার এই পোস্ট পুনরায় প্রকাশ করে টেলি অভিনেতা অবিনাশ মিশ্র একহাত নিয়েছেন অভিনেত্রীকে। মাহিরাকে ব্যঙ্গ করে তিনি লিখেছেন, ‘ও মাহিরা দিদি, পাকিস্তানের হয়ে কথা বলার প্রয়োজন নেই। সারা বিশ্ব যা দেখার দেখে নিয়েছে। এইসব মিটে যাওয়ার পর দয়া করে আমাদের ভারতে কাজ চাইতে আসবেন না। তবে নিজের দেশের হয়ে কথা বলার জন্য আপনাকে কুর্নিশ। এখানে এমন অনেক সেলিব্রিটি রয়েছেন যারা নিজের দেশের মানুষ হয়েও দেশের হয়ে কথা বলতে পারছেন না। চিন্তা নেই, তাদের নম্বরও আসবে।’