
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
রাম চরণ, জুনিয়ার এনটিআর, আলিয়া ভাট, অজয় দেবগণ অভিনীত ছবি ‘আরআরআর’। বক্স অফিসে দারুণ লক্ষ্মীলাভ করেছে এই ছবি। আরআরআর-এর অ্যাকশন এবং ভিএফএক্স-এ মুগ্ধ হয়েছেন দর্শক। টানটান স্টোরি লাইন, চিত্রনাট্যে বুনট পর্দা থেকে চোখ ফেরাতে পারেনি দর্শক। নেটিজেনরা প্রচুর প্রশংসা করেছে এই ছবির।
একটা ছবি তৈরির পিছনে থাকে গোটা একটা ক্রিউ টিম। প্রতিটা নিজেদের সদস্যই একশো শতাংশ দিয়েছে ছবির জন্য। যার ঝলক ফুটে উঠেছে ‘আরআরআর’ ছবির প্রতি পরতে পরতে। নিউজ ১৮ নিউজ-এর রিপোর্ট অনুযায়ী, ছবির সফলতার পরই অভিনেতা রাম চরণ ছবির সম্পূর্ণ টেকনিশিয়ান টিমকে ডেকেছিলেন। মোট ৩৫ জন সদস্যের সকলের সঙ্গে বসে দুপুরের খাওয়া-দাওয়া করে। একটি করে মিষ্টির বাক্স দেন সঙ্গে উপহার হিসেবে দিয়েছেন সোনার কয়েন।
নির্দেশনা সহকারী, সিনেমাটোগ্রাফি দলের সদস্য, স্টিল ফটোগ্রাফারদেরও আমন্ত্রণ জানিয়েছিলেন রামচরণ। ছবির সঙ্গে সংশ্লিষ্ট হিসাবরক্ষক এবং ব্যবস্থাপকরাও উপস্থিত ছিলেন, প্রতিবেদনে বলা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, অভিনেতার দেওয়া ওই সোনার কয়েনের মোট দাম ১৮ লাখ টাকার বেশি।
৳7,777 IPL 2025 Sports Bonus