টেলিভিশন জগতের ভীষণ সুপরিচিত একজন অভিনেত্রী হলেন রোশনি তন্বী ভট্টাচার্য। বহু ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করে বারবার মানুষের মন জয় করেছেন তিনি। কখনও মুখ্য চরিত্রে, কখনও খলনায়িকার চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন তিনি।
তন্বী সর্বশেষ অভিনয় করেছিলেন জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে। জি বাংলার ওই ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। জি বাংলার পর রোশনি অভিনয় করেছিলেন সান বাংলার ‘আকাশকুসুম’ ধারাবাহিকে। এই ধারাবাহিকেও অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি।
আরও পড়ুন: প্রয়াগরাজ পৌঁছলেন অক্ষয়, শুভ্র বেশে করলেন শাহী স্নান, ঘাটে উঠতেই কী করলেন অনুরাগীরা?
আরও পড়ুন: বিয়ে নয় বাগদান-এর আগে ঘটা করে আইবুড়োভাত অনন্যা-সুকান্তর, কী ছিল মেনুতে?
এবার স্টার জলসার নতুন ধারাবাহিক ‘চিরসখা’- য় অভিনয় করতে দেখা যাবে তন্বীকে। বর্তমানে স্টার জলসার অন্যতম একটি জনপ্রিয় ধারাবাহিক হিসেবে পরিচিত হয়েছে চিরসখা। সুদীপ মুখোপাধ্যায় এবং অপরাজিতা ঘোষ দাস অভিনীত এই ধারাবাহিকে এবার অভিনয় করতে দেখা যাবে রোশনিকে।
রোশনির চরিত্রের নাম মৌ। মিঠির বোনের চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে রোশনির চরিত্র ইতিবাচক না নেতিবাচক তা এখনও জানা যায়নি। তবে দর্শকদের মত অনুযায়ী, এই ধারাবাহিকেও দুর্দান্ত অভিনয় করে সকলের ভালোবাসা নেবেন তিনি।
আরও পড়ুন: যৌনতার পর এবার ধর্ম নিয়ে বিতর্ক, মুনাওয়ারের বিরুদ্ধে নেওয়া হবে কোন পদক্ষেপ?
আরও পড়ুন: রিলের বাইরে রিল লাইফে কেমন সম্পর্ক মিত্তির বাড়ির সদস্যদের? কী বললেন অনুরাধা-পারিজাতরা?
প্রসঙ্গত, চিরসখা ধারাবাহিকের গল্পটা একেবারে অন্যরকম। অপরাজিতার বন্ধুর ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে সুদীপকে। একটি অসম প্রেমের গল্প দেখা যাবে এই ধারাবাহিকে। স্বামীর মৃত্যুর পর কীভাবে সুদীপ পরিবারের ছাতা হয়ে দাঁড়িয়েছেন, সেটাই দেখানো হয়েছে এই ধারাবাহিকে।
চিরসখা ইতিমধ্যেই মানুষের ভীষণ কাছের একটি ধারাবাহিকে পরিণত হয়েছে অন্যান্য চরিত্রদের পাশাপাশি অপরাজিতার চরিত্র এবং গেটআপ ভীষণ ভালো লেগেছে মানুষের। সাদা রঙের খাদির শাড়ি, কপালে কালো টিপ, চোখে মোটা ফ্রেমের চশমা, গলায় সরু চেন সব মিলিয়ে অপরাজিতার লুক দেখে মুগ্ধ সকলে।