কাকপক্ষীও টের পেল না, সবার আড়ালে মানালির কপালে সিঁদুর পরিয়ে দিলেন রোহন! তবে কি একেবারে চুপিচুপি বিয়ে করে নিলেন তাঁরা? সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এখন দেখতে পাবেন তাঁদের ছবি। তলে তলে যে দু'জনের মধ্যে সম্পর্ক এত দূর গড়িয়েছে, তার কোনও খবর পাওয়া যায়নি কানাঘুষো! টেলিপাড়াতেও শোনা যায়নি কোনও গুঞ্জন! তাই স্বাভাবিক ভাবেই দু'জনের এই বিয়ের খবরে হতবাক নেটপাড়া। কী এই সব দেখে নিশ্চয়ই খুব অবাক হচ্ছেন? ভাবছেন এই সব হল কবে?
না না, আসলে এই সব কিছুই ঘটেনি। পুরোটাই হয়েছে কাজের সূত্রে। রোহন -মানালি মোটেই বাস্তবে বিয়ে করেননি। সান বাংলার মিউজিক্যাল শো ‘প্রাণের উৎসব’ -এ দু'জনেই সঞ্চালনার দায়িত্বে ছিলেন। সেই শো-এর চিত্রনাট্য অনুযায়ী রোহনকে মানালির কপালে সিঁদুর পরিয়ে দিতে দেখা যায়। আর সেই বিয়ের ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আরও পড়ুন: ১ বছর পর কামব্যাক টিভিতে! ‘সেই কয়েকটা রাত আমার জেগে কেটেছে…’, চিরসখায় ফিরে বললেন সায়ক
সান বাংলার এই ‘প্রাণের উৎসব’-এ সান বাংলার সমস্ত ধারাবাহিকের জুটিরা তো বটেই, এছাড়াও সঙ্গীত জগতের বহু গুণী তারকা উপস্থিত ছিলেন। এসেছিলেন অদিতি মুন্সি, অনীক ধর, রাঘব চট্টোপাধ্যায়, প্রাঞ্জল, সমিধের মত তাবড় তাবড় সব সঙ্গীতশিল্পীরা। খুব শীঘ্রই সান বাংলার পর্দায় ‘প্রাণের উৎসব’ দেখা যাবে। রোহন-মানালির বিয়ে কাণ্ডও আপনারা সেখানেই দেখতে পাবেন। তাছাড়াও থাকবে নানা চমক।

‘ভজ গোবিন্দ’ সিরিয়ালের সুবাদেই পরিচিতি পান রোহন ভট্টাচার্য। ‘অপরাজিতা অপু’ শেষ হওয়ার পর মেগা সিরিয়াল থেকে লম্বা ব্রেক নিয়েছিলেন রোহন ভট্টাচার্য। মাঝে রিয়ালিটি শো-এর সঞ্চালক থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম, এমনকী ছবি জগতটাও এক্সপ্লোর করেছেন রোহন। ‘বাঘাযতীন’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে রোহন ভট্টাচার্যকে। তারপর তাঁকে ‘তুমি আশেপাশে থাকলে’ মেগাতেও দেখা গিয়েছিল।
আরও পড়ুন: অহনার বর দীপঙ্কর শ্বেতাকে বিয়েতে সাজিয়ে ছিলেন! কারণ জানলে অবাক হবেন
একসময় রোহন ভট্টাচার্য এবং সৃজলা গুহ প্রেমচর্চা ছিল তুঙ্গে। ‘মন ফাগুন শেষ’ হতে না হতেই, রোহন-সৃজলার বিচ্ছেদের খবর সামনে আসে। বর্তমানে টলিউডে কান পাতলে শোনা যায় নাকি ডেট করছেন অভিনেতা রোহন ভট্টাচার্য এবং অঙ্গনা রায়। ‘তুমি আশেপাশে থাকলে’ মেগাতে অঙ্গনা রায়কে রোহনের বিপরীতে দেখা গিয়েছিল।
অন্যদিকে, ছোট পর্দা থেকে বড় পর্দা, ওটিটি সব জায়গাতেই দাপটের সঙ্গে কাজ করেছেন মানালি দে। তাঁকে ছোট পর্দায় সর্বশেষ 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকে দেখা গিয়েছে। বর্তমানে অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে সংসার করছেন তিনি।