২ দিন আগের ঘটনা, বিলেতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। অক্সফোর্ডে তাঁর বক্তব্য রাখার সময়ই আচমকাই শ্রোতাদের একাংশ বিক্ষোভ দেখান। অনেকেই চেঁচিয়ে চেঁচিয়ে বলতে শুরু করেন, ‘মিথ্যে বলছেন মমতা’। স্বভাবতই সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়। উঠে আসে আরজি কর প্রসঙ্গও। তবে মমতা বন্দ্যোপাধ্যায় RG কর প্রসঙ্গে বলেন, ‘বিষয়টি বিচারাধীন, এনিয়ে তাই কথা বলা ঠিক হবে না।’
এখানেই শেষ নয়। সেখানে উঠে আসে, ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকরণ অভিজানের প্রসঙ্গও। সেসময় চোট পেয়েছিলেন মমতা। মাথায় ব্যান্ডেজ বাঁধা পুরনো সেই ছবি দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘দেখুন এই ছবিটা, এটা নাটক নয়। আমাকে তখন কীভাবে মেরে ফেলার চেষ্টা হয়েছিল। এটা নাটক নয়। এখানে আমাকে অপমান না করে, বাংলায় গিয়ে নিজের দলকে শক্তিশালী করুন। গণতান্ত্রিকভাবে লড়াই করুন।’
এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ছবি প্রদর্শন প্রসঙ্গ টেনে ফেসবুকের পাতায় নাম না করেই আক্রমণ করলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। অন্তত নেটপাড়ার লোকজন তেমনটাই বুঝেছেন। কী আছে ঋত্বিক চক্রবর্তীর সোশ্যাল মিডিয়া পোস্টে?
ঋত্বিক লেখেন, ‘ট্রাভেল এজেন্ট বলল লিখে নিন, বিদেশে গেলে কিন্তু মনে করে পাসপোর্ট ভিসা বিদেশি মুদ্রা আর ২০-২৫ বছর আগেকার কিছু ছবি বড় করে প্রিন্ট করে নিয়ে যেতে হবে। যদি কাজে না লাগে তাহলে বার করবেননা কিন্তু ক্যারি করবেন সবসময়...’। ফের ক্য়াপশানে লেখেন, ‘বিদেশে মোরে রক্ষা কর,এ-নহে মোর প্রার্থনা! বিদেশে আমি না যেন করি ভয়...’।