মাসান সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তিনি। সর্বশেষ হীরামান্ডি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এবার বলিউডের সিনেমায় প্রগতিশীল মেয়েদের চিত্র অঙ্কন নিয়ে মুখ খুললেন রিচা চাড্ডা।
সম্প্রতি ফায়ে ডিসুজার সঙ্গে একটি সাক্ষাৎকারে রিচা বলেন, প্রগতিশীল মহিলাদের সিনেমায় যেমন ভাবেই দেখানো হয় তা একেবারেই ঠিক নয়। সিনেমায় প্রগতিশীল মহিলা মানেই যিনি ধূমপান করেন এবং নাইট ক্লাবে পার্টি করতে চলে যান। এমন মহিলা যারা নাচ করতে করতে বেহুশ হয়ে যায়। আমি বুঝতে পারি না এমন চিত্রনাট্যের মানে কী?
আরও পড়ুন: কাপুর পরিবারে বড় হলেও কেন হননি নেপোটিজমের মুখোমুখি, কী বললেন জাহান কাপুর?
আরও পড়ুন: ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্ব? স্থগিত কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির শ্যুটিং
অভিনেত্রী বলেন, একজন প্রগতিশীল মহিলা মানে স্বনির্ভর মহিলা। আমি পরিচালকদের জিজ্ঞাসা করতে চাই, আপনি কী কখনও এমন প্রগতিশীল মহিলা দেখেছেন যারা সবসময় নাইট ক্লাবে গিয়ে বসে রয়েছে? সত্যি কি এই মহিলাদের প্রগতিশীল মহিলা বলা যায়?
রিচা আরও বলেন, একটি সিনেমায় কেন সব সময় মহিলাদের ত্যাগের কথা বলা হয়? আমার মনে হয় একজন মহিলা যা করে সেটাই যথেষ্ট। একটি সন্তানকে জন্ম দেওয়া অনেক বড় কথা। একটি সন্তান জন্ম দিতে গিয়ে একজন মহিলার শরীরের যা যা পরিবর্তন আসে তা সহজ নয়। এই ত্যাগ স্বীকার করার ক্ষমতা অন্য কারোর নেই। আলাদা করে আর ত্যাগ স্বীকার করতে হবে না মহিলাদের।
আরও পড়ুন: সইফ আলি খান কেসের তদন্ত শেষ! বুধবার বান্দ্রা কোর্টকে কী জানাল মুম্বই পুলিশ?
আরও পড়ুন: 'শারীরিক এবং মানসিক নির্যাতনে পরিণত হয়েছিল', কোন ছবির শ্যুটিং নিয়ে এমনটা জানিয়েছিলেন রাজকুমার?
প্রসঙ্গত, অভিনেত্রী হওয়ার পাশাপাশি রিচা বর্তমানে একজন প্রযোজক হিসেবেও সুনাম অর্জন করেছেন। ‘গার্লস উইল বি গার্লস’ সিনেমায় প্রযোজনা করে জনপ্রিয় হয়েছেন তিনি। এই সিনেমায় ভারতের একটি বোডিং স্কুলে অধ্যায়নরত অল্প বয়সী মেয়ের গল্প দেখানো হয়েছে। সিনেমাটি অ্যামাজন প্রাইম ভিডিয়োয় দেখতে পাবেন আপনি।