রেখা ও অমিতাভ বচ্চনের সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই। বর্তমানে তাঁদের একসঙ্গে কাজ করতে দেখা না গেলেও অমিতাভের প্রতি রেখার টান অটুট। অভিনেত্রীর কথায়, কাজে, ইঙ্গিতে সেই কথা বার বারই প্রমাণিত হয়েছে। সম্প্রতি রেখা জানিয়েছেন যে, লক্ষ লক্ষ ভারতীয়ের মতো তিনিও অমিতাভ বচ্চনের কৌন বনেগা ক্রোড়পতির বা কেবিসির একজন ভক্ত।
দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে সম্প্রতি উপস্থিতি হয়েছিলেন রেখা। তিনি শোয়ের হোস্ট তথা কৌতুক অভিনেতা কপিল শর্মাকে জানিয়েছেন যে, কৌন বনেগা ক্রোড়পতির প্রতিটি সংলাপ তাঁর মুখস্থ।
কপিলের অমিতাভকে নকল নিয়ে প্রতিক্রিয়া রেখার
দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-তে হাজির হয়ে নিজের জীবন ও কেরিয়ার নিয়ে নানা কথা ভাগ করে নেন রেখা। একটি সেগমেন্টে কপিল কেবিসিতে অতিথি হিসেবে যখন গিয়েছিলেন সেই সময়ের কথা ভাগ করে নেন। কপিল বলেন, ‘আমরা যখন বচ্চন সাহেবের সঙ্গে কৌন বনেগা ক্রোড়পতি খেলছিলাম, তখন আমার মা সামনের সারিতে বসেছিলেন।' কপিল এরপর অমিতাভকে নকল করেন। কপিল বলেন, 'তিনি আমার মাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘দেবীজি, কেয়া খা কে পয়দা কিয়া (ওঁকে জন্ম দেওয়ার আগে আপনি কী খেয়েছিলেন)? কপিল কিছু বলার আগেই রেখা থামিয়ে দিয়ে কপিলের মায়ের বলা কথাটি বলেন, ‘ডাল-রুটি।’ কপিল সেটাই বলতে যাচ্ছিলেন। রেখা হেসে কপিলকে বললেন,'মুঝসে পুছিয়ে না, এক এক ডায়লগ ইয়াদ হ্যায় (আমাকে জিজ্ঞাসা করুন না, সংলাপের প্রতিটি লাইন আমার মনে আছে)।'
আরও পড়ুন: রণবীরের সঙ্গে যৌনদৃশ্যে অভিনয় করে চর্চায়, প্রেমিকের সঙ্গে ধরা পড়তেই মুখ লুকোলেন তৃপ্তি, দেখুন ভিডিয়ো
প্রসঙ্গত, রেখা ও অমিতাভ ১৯৭০ এবং ১৯৮০-এর দশকে একসঙ্গে নয়টি ছবিতে কাজ করেছিলেন। জয়া বচ্চনের সঙ্গে অমিতাভের বিয়ে হয়ে থাকলেও গুঞ্জন শোনা যায় রেখা এবং অভিতাভ নাকি পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন। তবে রিপোর্টে দাবি করা হয় যে, অভিনেতারা ১৯৮০ এর দশকের গোড়ার দিকে সম্পর্কের ইতি টানেন তাঁরা। অমিতাভ, রেখা এবং জয়া যশ চোপড়ার শীলশীলা ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন, যা তখন 'শতাব্দীর সেরা কাস্টিং' নামে পরিচিত ছিল।
আরও পড়ুন: ডুয়ার কনসার্টে বাজল ‘ওহ লড়কি...’, তাঁকে ভুলে শাহরুখকে নিয়ে মাতামাতি, রাগলেন অভিজিৎ
কৌন বনেগা ক্রোড়পতি সম্পর্কে
কৌন বনেগা ক্রোড়পতি একটি গেম শো, হু ওয়ান্টস টু বি এ মিলিয়নেয়ার-এর ভারতীয় সংস্করণ। ২০০০ সালে শাহরুখ খান প্রথম সিজনটি সঞ্চালকের দায়িত্ব নিয়েছিলেন। তারপর এই শোয়ের দায়িত্ব নেন অমিতাভ। তিনি এই শোটি শুরু হওয়ার পর থেকে হোস্ট করেছেন। শোটিতে বর্তমানে ১৬ তম সিজন চলছে। এটি সনি টিভিতে প্রচারিত হয়।