সোমবার সন্ধ্যায় মণীশের মুম্বইয়ের বাড়িতে চাঁদের হাট। পার্টিতে উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেত্রী রেখার পাশাপাশি পরিণীতি চোপড়া, জাহ্নবী কাপুর এবং তাঁর বোন খুশি কাপুর সহ অন্যান্যরা। দেখুন পার্টির অন্দরের ছবি-
মণীশের বাড়িতে পার্টির ছবি
ইন্ডাস্ট্রির কলিগদের নিয়ে গেট-টুগেদার পার্টির আয়োজন করেছিলেন ফ্য়াশন ডিজাইনার মণীশ মালহোত্রা। সোমবার সন্ধ্যায় মণীশের মুম্বইয়ের বাড়িতে চাঁদের হাট। পার্টিতে উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেত্রী রেখার পাশাপাশি পরিণীতি চোপড়া, জাহ্নবী কাপুর এবং তাঁর বোন খুশি কাপুর সহ অন্যান্যরা।
মণীশ হোস্ট করেছেন রেখা, পরিণীতি, জাহ্নবী, খুশিকে
ইনস্টাগ্রামে গেট-টুগেদারের ছবি শেয়ার করেছেন মণীশ। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, রেখা পিছন থেকে জাহ্নবীকে জড়িয়ে ধরে, পাশে দাঁড়িয়ে ছিলেন মণীশ। পরিণীতি এবং খুশি তাঁদের বন্ধু মুসকানের সঙ্গে ক্যামেরার জন্য পোজও দিয়েছেন। দ্বিতীয় ছবিতে রেখার কাঁধে হাত রেখে হাসছেন মণীশ। ছবিতে জাহ্নবী কাপুর, পরিণীতি, খুশি এবং মুসকানকেও দেখা গিয়েছে। আরও পড়ুন: কেউ পরচুল পরেন, কারও হেয়ার ট্রান্সপ্লান্ট করা! বয়স বাড়তেই ইন্দ্রলুপ্ত এই ৯ অভিনেতার
ছবিগুলি শেয়ার করে মণীশ লিখেছেন, ‘দীর্ঘদিন কাজের পরে বাড়িতে এই ধরনের সন্ধ্যাগুলি আরামদায়ক এবং মজাদার এবং #রেখাজি @parineetichopra @janhvikapoor @khushi05k Muskaan... চিরদিনের বন্ধু’।