কার্মা কলিং সিরিজের মাধ্যমে ওটিটিতে ডেবিউ করতে চলেছেন রবিনা টন্ডন। এই কাজটির জন্য তাঁকে প্রায় ১০ বছর অপেক্ষা করতে হয়েছিল। কিন্তু এতে একদিকে ভালোই হয়েছে। তখন কাজটা হলে তিনি করতে পারতেন না। এখন সেটা হয়েছে বলেই পারলেন। এই সিরিজের মুক্তির আগে অভিনেত্রী জানালেন কার্মা নিয়ে তাঁর পছন্দের কোট হল 'যখন কেউ খুব ধৈর্য ধরে, তখন কর্ম তাঁর সঙ্গ দেয়।'
আসন্ন শোয়ের বিষয়ে হিন্দুস্তান টাইমসকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে রবিনা জানান, 'আমি ১০ বছর আগে এই শোয়ের জন্য হ্যাঁ বলেছিলাম। কিন্তু যখন যেটা হওয়ার তখনই সেটা ঘটে।' আসলে প্রাথমিক ভাবে তাঁর কাছে যখন এটির অফার এসেছিল তিনি তখন সেটা ফিরিয়ে দিয়েছিলেন কারণ তখন তিনি বেশি সময় বের করতে পারতেন না, তাঁর ছেলে রণবীর থাদানি অনেকটাই ছোট ছিল। পরবর্তীকালে এই শোয়ের ভাবনা নিয়ে নেয় স্টারের প্যারেন্ট কল্পবি ফক্স। তারপর ডিজনি প্লাস হটস্টারের কন্টেন্ট হেড গৌরব এই কাজটিকে গ্রিন সিগন্যাল দেন, এবং অবশেষে সেটা মুক্তি পেতে চলেছে কাৰ্মা কলিং নাম নিয়ে।
আরও পড়ুন: 'আমি তো তোমাকেই...' নূপুরের বাহুডোরে ইরা, রিসেপশনের পরই স্ত্রীর জন্য কী লিখলেন আমিরের জামাই?
আরও পড়ুন: 'ও অনেকটা বাবার মতোই', WBFJA-এর মঞ্চে মৃণাল সেনের স্মৃতি সম্মানে সম্মানিত অঞ্জন দত্ত, খুশি কুণাল সেন
এই কাজ প্রসঙ্গে রবিনা জানান তিনি এবং এই সিরিজের পরিচালক রুচি একে অন্যের বহুদিনের বন্ধু, তাঁর কিছু হলে তিনি যেমন রুচির কাছে যান, তেমনই উল্টোটাও ঘটে। তবে রুচির শেষ প্রজেক্ট হান্ড্রেড সিরিজে তিনি কাজ করতে পারেননি। তাঁর বদলে সেই কাজটি লারা দত্ত করেন।
এমনকি রাম মাধবনীর আরিয়া সিরিজটির অফারও প্রথমে তাঁর কাছে এসেছিল। কিন্তু তিনি না করে দেওয়ায় সেখানে সুস্মিতা সেন কাজ করেন এবং খ্যাতি পান। কিন্তু কেন এই অফার ফিরিয়েছিলেন তিনি? এই বিষয়ে রবিনা জানান, ' অনেক ভালো ভালো স্ক্রিপ্ট পেয়েছিলাম। কিন্তু আমি চেয়েছিলাম দর্শকরা আমায় এমন রূপে দেখুক এবার যা তাঁরা আগে দেখেনি। তাই আমি আমার প্রথম ওটিটি ডেবিউ হিসেবে আরণ্যককে বেছে নিয়েছিলাম।'
আরও পড়ুন: মা-বাবা না থাকলেই টুম্পার বাড়িতে কে আসেন? দিদি নম্বর ওয়ানে প্রেমিককে নিয়ে কী বললেন অভিনেত্রী?