Rashmika Mandanna Deepfake Video: রশ্মিকা মন্দানার ‘ডিপফেক’ ভিডিয়ো আপলোডের মূলে রয়েছে কে, ইতিমধ্যে FIR দায়ের করেছে দিল্লি পুলিশ। শুধু তাই নয়, ভাইরাল হওয়া ভিডিয়োটির URL চেয়ে Meta-কে চিঠি দিয়েছে দিল্লি পুলিশ। এমনকি অভিনেত্রীর ভুয়ো ভিডিয়োটি শেয়ার করেছেন এমন ব্যক্তিদের তথ্যও চাওয়া হয়েছে।
রশ্মিকা মন্দানার ডিপফেক ভিডিয়ো ঘিরে হইচই
রশ্মিকা মন্দানার ভুয়ো ভিডিয়ো ঘিরে তোলপাড়া সোশ্যাল মিডিয়া। দিল্লির মহিলা কমিশন নোটিশ পাঠানোর পরই এফআইআর জারি করেছে দিল্লি পুলিশ। ভাইরাল হওয়া ভুয়ো ভিডিয়োটি ব্রিটিশ-ভারতীয় ইনফ্লুয়েন্সার জারা পটেলের। AI-এর সাহায্য নিয়ে তাঁর মুখকে ডিজিট্যালি বদলে রশ্মিকার মুখ ব্যবহার করা হয়েছে।
‘ডিপফেক’ ভিডিয়ো আপলোডের মূলে রয়েছে কে, ইতিমধ্যে FIR দায়ের করেছে দিল্লি পুলিশ। শুধু তাই নয়, ভাইরাল হওয়া ভিডিয়োটির URL চেয়ে Meta-কে চিঠি দিয়েছে দিল্লি পুলিশ। রশ্মিকা মন্দানার ভুয়ো ভিডিয়োটি শেয়ার করেছেন এমন ব্যক্তিদের তথ্যও চাওয়া হয়েছে। ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশনস ইউনিটের ডিসিপি হেমন্ত তিওয়ারি জানিয়েছেন, ‘ভুয়ো ভিডিয়োটি যে অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয়েছে সেটির URL ID চেয়ে Meta-কে আমরা চিঠি দিয়েছি। আমরা এটির প্রযুক্তিগত বিশ্লেষণও শুরু করেছি’। আরও পড়ুন: ‘বস লেডি’! নিজেই লাম্বোরগিনি চালিয়ে শিল্পার দীপাবলি পার্টিতে হাজির শ্রদ্ধা
দিল্লির মহিলা কমিশন নোটিস পাঠানোর পর এফআইআর জারি করেছে দিল্লি পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৪৬৫, ৪৬৯ ধারায় এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত আইনের ৬৬সি ও ৬৬ই ধারায় জারি করা হয়েছে অভিযোগ। অভিনেত্রীর ওই ‘ডিপফেক’ ভিডিয়ো নেটদুনিয়ার পাতায় ছড়িয়ে পড়ার পর কড়া আইনি পদক্ষেপ করার আর্জি জানিয়েছিলেন তাঁর অনুরাগী থেকে বিনোদন জগতে তাঁর সহকর্মীরাও। সেই তালিকায় ছিলেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে বিজয় দেবেরাকোন্ডা, নাগা চৈতন্যের মতো তারকারা।