হনুমান ছবির পরিচালক প্রশান্ত ভার্মার ছবি থেকে সরে দাঁড়াননি রণবীর সিং। এতদিন ধরে যে গুজব কানাঘুষোয় শোনা যাচ্ছিল এবার জানা গেল সেটা সম্পূর্ণ মিথ্যে। প্রশান্ত ভার্মার আগামী ছবিতে কাজ করছেন রণবীর। এই বিষয়টি নিশ্চিত করলেন প্রশান্তের টিমের এক সদস্য। কী জানালেন তিনি?
আরও পড়ুন: মা হতে চলেছেন ক্যাটরিনা? লন্ডন ট্রিপের ছবি প্রকাশ্যে আসতেই শুরু হইচই! ব্যাপারটা কী?
প্রশান্ত ভার্মার ছবিতে রণবীর
সূত্রের তরফে হিন্দুস্তান টাইমসকে জানানো হয়েছে, 'এটা সম্পূর্ণ ভাবে মিথ্যে যে প্রশান্ত ভার্মা এবং রণবীর সিং আর একসঙ্গে কাজ করছেন না। তাঁদের মধ্যে কোনও ক্রিয়েটিভ ডিফারেন্স হয়নি। আর সেটার জন্য প্রশান্ত সিনেমাটিক ইউনিভার্স থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর সিং এটাও ভুল।'
আরও পড়ুন: ' বিজেপির কালচার... ' প্রথম ভোট - পরীক্ষায় রেগে অগ্নিশর্মা রচনা, কেন? গোটা দিন কাটালেন কীভাবে?
তিনি একই সঙ্গে জানান, 'উল্টে উনি শ্যুটিং করে দিয়েছেন। হায়দ্রাবাদে চলছে এই ছবির শ্যুটিং। হনুমান জয়ন্তীর দিন পুজোতে উনি ছিলেন। মঙ্গলবার ভোর রাত পর্যন্ত প্রায় ৪টে পর্যন্ত শ্যুটিং চলেছে এই ছবির। রণবীর ইতিমধ্যেই অনেকটা জায়গার শ্যুটিং করে ফেলেছেন। তবে এখনও আনুষ্ঠানিক ভাবে এই ছবির ঘোষণা করা হয়নি।'
কী জানা গিয়েছিল আগে?
পিঙ্কভিলার তরফে একটি রিপোর্টে জানানো হয়েছিল প্রশান্ত ভার্মার এই ছবির নাম হবে রাক্ষস। আর সেখানে নাকি রণবীর সিং নাকি কাজ করবে না। ক্রিয়েটিভ ডিফারেন্স থাকার কারণেই নাকি তিনি সরে দাঁড়িয়েছেন। একই সঙ্গে রণবীর এবং দীপিকার সংসারে নতুন সদস্য আসছে। তাই তিনি তাঁর পরিবারকে সময় দেবে বলেও নাকি এই ছবি কাজ করতে চাননি। তবে এবার জানা গেল সেই সব কথা অসত্য।
আরও পড়ুন: 'কী দুর্ধর্ষ একটা সফর...', মিস ইউনিভার্স খেতাব জয়ের তিন দশক পার, নস্টালজিয়ায় ভাসলেন সুস্মিতা
আরও পড়ুন: প্রথমবার রান্নাঘরে ঢুকেই কেলেঙ্কারি বাঁধান ঋদ্ধিমা! গৌরব বললেন, 'পারলে একটা লাঠি দিয়ে...'
রাক্ষস ছবির প্রসঙ্গে
রাক্ষস নাকি একটি পিরিয়ড ছবি হবে বলে জানা গিয়েছে। প্রাক স্বাধীনতা যুগের গল্প উঠে আসবে এখানে। সঙ্গে থাকবে মাইথোলজিক্যাল গল্পের ছোঁয়া।