1 মিনিটে পড়ুন Updated: 21 Nov 2024, 06:47 AM ISTTulika Samadder
সম্প্রতি আলিয়া ভাটের একটি ভিডিয়োতে সমস্ত স্পটলাইট কেড়ে নিয়েছে ছোট্ট রাহা। ভক্তরা এমনিতেই তাঁর মিষ্টি হাবভাবে ডুবে থাকে আজকাল সবসময়। দেখুন এবার কী কাণ্ড করল খুদে।
মা-বাবা আলিয়া-রণবীরের সঙ্গে রাহা।
রণবীর কাপুর এবং আলিয়া ভাটের আদরের মেয়ে রাহা কাপুর চলতি মাসেই ৩ বছরে পা রেখেছেন। ইতিমধ্যেই সে ইন্টারনেট সেনসেশনে পরিণত হয়েছে। তার এক ঝলক পেতে রীতিমতো মুখিয়ে থাকে অনুরাগীরা। পাপারাজ্জিদের ভিডিয়োগুলিতে কখনো তার মুখে দেখা যায় বিরক্তি, আবার কখনো গাল ভরা হাসি! কখনো রাহাকে দেখে মনে পড়ে যায় প্রয়াত ঋষি কাপুরকে, আবার কারও দাবি অবিকল সে মা আলিয়ার মতো। কদিন আগেই এয়ারপোর্টে ঠাকুমা নীতু কাপুরের সঙ্গ আধো আধো আওয়াজে কথা বলতে দেখা গিয়েছিল তাকে। আর এবার তো রাহা আলিয়াকে সম্বোধন করলেন নিজের মিষ্টি আওয়াজ দিয়ে।
আমরা আলিয়ার একটি ভিডিয়ো সম্পর্কে কথা বলছি, যেখানে ভক্তরা লক্ষ্য করেছেন যে রাহা তার মাকে ডাকছে। এই ক্লিপে, অভিনেত্রী শেয়ার করেছেন যে তার প্রযোজনা সংস্থা ‘ইটারনাল সানশাইন প্রোডাকশনস’ এই বছর একটি চলচ্চিত্র উৎসবের সঙ্গে অংশীদারিত্ব করছে। আলিয়া ব্যাখ্যা করেছেন যে চলচ্চিত্র উৎসবটি কতটা বিশেষ, যা প্রকৃতির স্থিতিস্থাপকতা প্রদর্শন করে এবং দর্শকদের গ্রহ, জলবায়ু এবং পরিবেশ সম্পর্কে নানা কিছু জানার ও উপভোগ করার সুযোগ দেয়। কিন্তু এই ভিডিয়োটি বিশেষ হয়ে উঠেছে, পিছনে যখন শোনা গিয়েছে রাহা-র কণ্ঠস্বর। সে ডাকছে ‘মা’! খুব সম্ভবত বাড়িতেই এই ভিডিয়োটি বানিয়েছিলেন কাপুর-ঘরণী। আর পাশেই ছিল ছোট্ট রাহা।
আলিয়ার ভিডিয়োতে রাহার সুপার কিউট গলার আওয়াজ শুনে ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন এবং এই পোস্টের কমেন্ট সেকশনে স্টার কিডের প্রতি ভালোবাসায় ভরিয়ে দেন। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী শেয়ার করেছেন, ‘ওএমজি!! রাহা ব্যাকগ্রাউন্ডে ❤️❤️❤️🧿🧿🧿 মাকে ডাকছে’। অন্য একজন মন্তব্য করেছেন: ‘রাহা ব্যাকগ্রাউন্ডে মা বলে ডাকছে’। আরেকজন ইন্টারনেট ব্যবহারকারী উচ্ছ্বসিত হয়ে লিখেছেন, ‘সুপার কিউট!রাহা যেভাবে মাকে ডাকছে।’ অন্য দিকে আরেকজন লেখেন, ‘ওএমজি! এটা তো রাহা। কী মিষ্টি, কী মিষ্টি।’
রণবীর কাপুর ও আলিয়া ভাট বিয়ের পিঁড়িতে বসেন ২০২২ সালের এপ্রিল মাসে। সেই বছরেরই নভেম্বর মাসে তাঁদের কোলে আসে রাহা। মেয়েকে জন্মের পর থেকে একটু দূরেই রেখেছিলেন লাইমলাইট থেকে। তবে ২০২৩ সালের বড়দিনে হঠাৎই রাহাকে নিয়ে পাপারাজ্জিদের সামনে হাজির হন এই দম্পতি।