আর তো মাত্র সময়ের অপেক্ষা। রণবীরই হয়ে উঠবেন শ্রীরাম। জোরকদমে চলছে তারই প্রস্তুতি। নীতিশ তিওয়ারির বহু চর্চিত ছবি 'রামায়ণ'-এর জন্য বহু আগে থেকেই বিভিন্ন রকম প্রস্তুতি শুরু করেছেন রণবীর কাপুর।
অন্য অবতারে রণবীর কাপুর
রবিবার এক অন্য অবতারে ধরা দিয়েছেন রণবীর কাপুর। বন্ধু অয়ন মুখোপাধ্য়ায়ের সঙ্গে এ দিন লেন্সবন্দি হন অভিনেতা। হাতে কফি নিয়েই গাড়ি থেকে নামতে দেখা গিয়েছে রণবীরকে। কালো শার্ট এবং লাল প্যান্ট পরে অভিনেতা। দাড়ি, গোঁফ কামিয়ে একেবারে চাঁচাছোলা লুকে ধরা দিয়েছেন অভিনেতা। অন্যদিকে, সাদা টি-শার্ট পরে দেখা মিলেছে অয়নের।
আরও পড়ুন: ‘অভিনেতাদের হাতে নেই..’, বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর বক্স অফিস রিপোর্ট দেখে হতাশ মানুষী
রাম হয়ে ওঠার প্রস্তুতি
রাম হয়ে ওঠার জন্য জিমেও অনেকটা সময় কাটাচ্ছেন রণবীর। জানা যাচ্ছে, তিরন্দাজি শিখছেন অভিনেতা। যার জন্য আলাদা করে তিরন্দাজির প্রশিক্ষক নিয়োগ করেছেন তিনি। তিনি 'কাপুর পুত্র', অভিনয় তাঁর রক্তে। আর 'অ্যানিম্যাল'-এর সাফল্যের পর এই মুহূর্তে সপ্তম স্বর্গে রয়েছেন রণবীর কাপুর। তার উপর আর কয়েকদিনের মধ্যেই তিনি শুরু করবেন 'রামায়ণ'-এর শ্যুটিং। 'রাম' হয়ে ধরা দেবেন রণবীর।
আরও পড়ুন: ‘আগে গাছের আড়ালে..’, ভ্যানিটি ভ্যান নিয়ে এখনকার তারকাদের মাতামাতি দেখে বিস্ফোরক ফারহা
রামায়ণ প্রসঙ্গে
কয়েকদিন আগেই, ETimes-এর একটি প্রতিবেদনে নীতিশ তিওয়ারির রামায়ণে রামের ভাই লক্ষ্মণের চরিত্রে যিনি অভিনয় করছেন, তাঁর নাম প্রকাশ করা হয়েছিল। রিপোর্ট অনুসারে, ‘নির্মাতারা অবশেষে তাঁদের লক্ষ্মণকে খুঁজে পেয়েছেন, ইনি আর কেউ নন, টিভি অভিনেতা রবি দুবে।’ যিনি এর আগে বহু টেলিভিশনের বহু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন।
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসছেন গোবিন্দার ভাগ্নি আরতি সিং, পাত্র কে
রামায়ণ কাস্ট
এদিক রামায়ণের বাকি অভিনেতাদের নাম আগেই জানা গিয়েছিল। নীতিশ তিওয়ারির রামায়ণে হনুমান হচ্ছেন সানি দেওল। সাই পল্লবী হচ্ছেন সীতা। দক্ষিণের যশ হচ্ছেন রাবণ, সূর্পনখার চরিত্রে দেখা যাবে রকুলপ্রীত সিংকে আর অমিতাভ বচ্চনকে দেখা যাবে রাজা দশরথের চরিত্রে। অন্যদিকে ববি দেওল এবং বিজয় সেতুপতিকে যথাক্রমে কুম্ভকর্ণ এবং বিভীষণ হিসেবে দেখা যাবে।