বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranbir Kapoor: বেস্ট ফ্রেন্ড অয়নের পাশে, দেব মুখোপাধ্যায়ের শেষযাত্রায় কাঁধ দিলেন রণবীর কাপুর
গোটা দেশ যখন হোলি সেলিব্রেট করতে ব্যস্ত, ঠিক তখনই মুম্বইয়ের ‘মুখার্জি’ পরিবারে শোকের ছায়া। প্রয়াত পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা, বর্ষীয়ান অভিনেতা দেব মুখোপাধ্যায়। আর এখবর পাওয়া মাত্রই তৎক্ষণাৎ আলিবাগে ছুটির মেজাজ ছেড়ে কাছের বন্ধু অয়নের সঙ্গে দেখা করতে ফিরে আসেন রণবীর কাপুর। দেব মুখোপাধ্যায়ের শেষকৃত্যেও অয়নের পাশে ছিলেন রণবীর। দেব মুখোপাধ্যায়ের শেষযাত্রায় কাঁধ দিতেও দেখা যায় রণবীরকে।
দেব মুখোপাধ্যায়ের শেষকৃত্যে রণবীর
ইনস্টাগ্রামে এক পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি ছবিতে রণবীরকে মুখোপাধ্যায় পরিবারের আরও অন্যান্য ছেলেদের সঙ্গে দেব মুখোপাধ্যায়ের দেহ কাঁধে করে শশ্মানে নিয়ে যেতে দেখা যায়। সাদা কাপড়ে মোড়ানো অভিনেতার দেহ স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্স থেকে বাইরে নিয়ে আসতে দেখা যায় রণবীরকে। সেসময় তাঁর পরনে ছিল সাদা শার্ট ও নীল জিন্সের প্যান্ট।