নতুন গাড়িতে ড্রাইভ করে মুম্বইয়ের রাজপথে দেখা মিলল অভিনেতা রণবীর কাপুরের। পাশের সিটেই বসা ছিলেন স্ত্রী আলিয়া ভাট। বলিউডের পাওয়ার কাপলকে দেখে বার বারই মুগ্ধ হয়েছেন ভক্তরা। শনিবার রাতে দুজনে একসঙ্গে ‘রামায়ণ’ প্রযোজক নমিত মালহোত্রার বার্থ ডে পার্টিতে এসেছিলেন। এ দিন জ্যাকি-রকুলের বাড়িতেও আমন্ত্রিত ছিলেন এই জুটি। দুটো পার্টিতে হাজির হয়েছিলেন তাঁরা।
রণবীর-আলিয়ার নাচের ভিডিয়ো
পার্টির অন্দর থেকে রালিয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দম্পতির PDA নজর কেড়েছে সকলের। রণবীরের ‘রকস্টার’ সিনেমা থেকে ‘নাদান পারিন্দে’ গানে একসঙ্গে নেচেছেন এই জুটি। স্ত্রী হাতে হাত রেখে ডান্স ফ্লোরে বেশ রোম্যান্টিক মেজাজে দেখা মিলেছে রণবীরের। এ দিন কালো শার্ট পরেছিলেন অভিনেতা। আলিয়া পরেছিলেন গোলাপি এবং পিচ রঙের আউটফিট। সোশ্যাল মিডিয়ায় দম্পতির ভিডিয়ো ভাইরাল হতেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
ঝরিয়েছেন ওজন। মুখে দাড়ি বা গোঁফের ছিটেফোঁটা নেই। কানে হীরের দুল। নতুন এই লুকেই স্ত্রী আলিয়ার পাশে দেখা গিয়েছে রণবীর কাপুরকে।
আরও পড়ুন: রাজনীতিতে যোগদানের পরই নিজেকে নতুন মার্সিডিজ উপহার দিলেন কঙ্গনা, লাক্সারি গাড়িটির দাম কত
আরও পড়ুন: চেটে চেটে আইস্ক্রিম খাচ্ছে মালতী, মেয়ের ‘কিউট’ ছবি পোস্ট করে কী জানালেন প্রিয়াঙ্কা
রণবীর কাপুরের নতুন গাড়ি
সদ্য নতুন গাড়ি কিনেছেন রণবীর কাপুর। দাম ৮ কোটি। সেই গাড়িতে করে এবার স্ত্রীকে নিয়ে নিজে লং ড্রাইভে বেরিয়ে পড়লেন কাপুর পুত্র। নিজে হাতে ধরে স্টিয়ারিং, পাশে বসে আলিয়া। রণবীর কাপুরের গাড়ির প্রতি আলাদা আকর্ষণ রয়েছে। ‘সাওয়ারিয়া’ খ্যাত এই অভিনেতা সবসময়ই ভালো ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করে থাকেন। কিছুদিন আগে বেন্টলি কন্টিনেন্টাল জিটি গাড়িটি কিনেছেন তিনি। ৮ কোটি টাকার বিলাসবহুল বেন্টলে গাড়ি কিনেছেন রণবীর।
আরও পড়ুন: ৮২-তে পা রাখলেন জিতেন্দ্র, দুই নাতি, তুষার-একতার সঙ্গে পালন করলেন জন্মদিন, কাটলেন কেক
রণবীর কাপুরের গাড়ির কালেকশন
রণবীরের গ্যারেজে রয়েছে একাধিক গাড়ির কালেকশন। Siasat.com-এর সেপ্টেম্বর ২০২৩ সালের প্রতিবেদন অনুসারে, রণবীরের একটা ল্যান্ড রোভার রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি (দাম ৩.২৭ কোটি টাকা) রয়েছে। একটা Audi A8 L (দাম ১.৭১ কোটি টাকা) একটা Mercedes-AMG G 63 ( দাম ২.২৮ কোটি টাকা) রয়েছে, একটি Audi R8 (দাম ২.৭২ কোটি টাকা)। রণবীরকে গত বছরই নতুন রেঞ্জ রোভার কিনেছিলেন যাতে চড়ে স্ত্রী আলিয়া ভাটের সঙ্গে দেখা করতে যেতেও দেখা গিয়েছিল রণবীরকে।