আগামী বছর মুক্তি পাবে রণবীর কাপুর অভিনীত রামায়ণ। ইতিমধ্যেই শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। সিনেমায় কে কোন চরিত্রে অভিনয় করবেন তা মোটামুটি জানা গেলেও এতদিন জানা ছিল না, শিবের চরিত্রে অভিনয় করবেন কে? এবার জানা গেল শিবের চরিত্রে অভিনয় করবেন কোন অভিনেতা?
Ad
রণবীরের ‘রামায়ণ’ ছবিতে শিব হবেন কে?
নীতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণ মুক্তি পাবে ২০২৬ সালে দীপাবলিতে। দ্বিতীয়ভাগ মুক্তি পাবে তারপরের বছর অর্থাৎ ২০২৭ সালে। রামায়ণ ছবিতে রামের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। সীতা হবেন সাই পল্লবী, লক্ষণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রবি দুবেকে। কৌশল্যা চরিত্রে লারা দত্ত এবং হনুমান চরিত্রে অভিনয় করবেন সানি দেওল।
এই সিনেমায় রাবণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দক্ষিণী অভিনেতা যশকে। রাবণের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন কাজল আগরওয়াল। সবকিছু সেট হলেও এখনও জানা যায়নি এই সিনেমায় শিবের চরিত্রে অভিনয় করবেন কে। অবশেষে সামনে উঠে এলো সেই তথ্যও।
সম্প্রতি জানা গিয়েছে, রামায়ণ সিনেমায় শিবের চরিত্রে অভিনয় করবেন মোহিত রায়না। ‘দেব কা দেব মহাদেব’ ধারাবাহিকে শিবের চরিত্রে অভিনয় করে রীতিমতো সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে বিভিন্ন সিনেমা এবং সিরিজে অভিনয় করলেও মোহিত রায়নাকে শিবের চরিত্রের জন্যই আজও মানুষ চেনেন। এত জনপ্রিয়তার জন্যই তাই অবশেষে আবার শিবের চরিত্রে মোহিত রায়নাকেই বেছে নিলেন পরিচালক।
প্রসঙ্গত, ইতিমধ্যেই রামায়ণ ছবিতে রাম, সীতার লুক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অস্কারজয়ী ভিএফএক্স সংস্থা ডিএনইজি-এর টেকনিক্যাল চমক থাকছে এই ছবিতে। আপাতত এই ছবির জন্যই অপেক্ষা করে রয়েছেন ভক্তরা।