Rakhi-Adil: কিছুদিন আগে বিয়ে ভাঙতে বসার ইঙ্গিত দিয়েছিলেন রাখি। আদিলের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ তুলেছিলেন তিনি। এবার সেই অভিযোগের পালটা মুখ খুললেন আদিল খান দুরানি।
আদিল-রাখির কাদা ছোড়াছুড়ি জারি।
বলিউডে ‘কন্ট্রোভার্সি কুইন’ তিনি। সদ্য প্রয়াত হয়েছেন রাখি সাওয়ান্তের মা। সেই সময় তাঁর পাশে সর্বক্ষণ দেখা মিলেছিল স্বামী আদিল খান দুরানির। যদিও এ সবের মধ্যেই বিয়ে ভাঙতে বসার ইঙ্গিত দিয়েছিলেন রাখি। আদিলের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ তুলেছিলেন তিনি।
রাখির সতর্কতার পর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বার্তা পোস্ট করেছেন আদিল। তাঁর বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে আদিল লেখেন, ‘আমি কোনও মহিলার পিছনে কথা বলছি না মানে এটা নয় আমি ভুল, এটা সত্যি নয়। এটা শুধুমাত্র আমি আমার ধর্মকে সম্মান করি এবং নারীদের সম্মান করতে শিখেছি তাই’।
তিনি আরও যোগ করেছেন, ‘যেদিন আমি আমার মুখ খুলব, সেদিন আর কারও কথা বলার কিছু থাকবে না। এমনকি ও (রাখি সাওয়ান্ত) আমার সঙ্গে কী কী করছে, কী কী বলছে, তা নিয়েও ও মুখ খুলতে পারবে না। তাই তো আজ ও বারবার সংবাদমাধ্যমের সামনে এসে লোকেদের বলছে যে, আদিল খারাপ, খারাপ, খারাপ’। আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে পার্টিতে গেলেন নাইসা, পোশাক দেখে কমেন্টের বন্যা সোশ্যাল মিডিয়ায়
এই প্রসঙ্গে আদিল লেখেন, 'ও যেভাবে আমাকে নিয়ে খারাপ কথা রটাচ্ছে, তা আমার জন্য মারাত্মক। শুধু এটুকুই বলতে চাই, আমি সুশান্ত সিংহ রাজপুত হতে চাই না।' তাঁর আরও বক্তব্য, ‘আমার মতো একজন ছেলে যে, ওর পাশে দাঁড়িয়েছে। ওর লাইফস্টাইল বদলে দিয়েছে, ওর পক্ষে এটা বলা খুবই সহজ যে, মুম্বইতে আমি এক টাকাও নিয়ে আসিনি। বাহঃ অসাধারণ। খুব ভালো পরিকল্পনা। কিন্তু এতটাও বুদ্ধিমানের মতো পরিকল্পনা নয়’।