অভিনেতা, কমেডিয়ান কানওয়ারজিৎ পেন্টালকে চেনেন নিশ্চয়? হ্যাঁ, মহাভারতে 'শকুনি মামা' গুফি পেন্টালের রিয়েল লাইফ ভাই কানওয়ারজিৎ। 'মহাভারত'-এ অবশ্য তিনিও শিখন্ডি এবং সুদামার ভূমিকায় অভিনয় করেছিলেন। তাঁর সঙ্গেই এবার কাঞ্চন মল্লিকের তুলনা করে ফেললেন রাখি গুলজার। ভাবছেন নিশ্চয় সেকি কাণ্ড! তবে ঠিকই শুনছেন। এমনটাই ঘটেছে।
কাঞ্চন মল্লিককে দেখে নাকি কানওয়ারজিতের কথাই মনে পড়েছে কিংবদন্তি রাখির।
ঠিক কী ঘটেছে?
'আমার বস'-এর মুক্তি আসন্ন। এরই মাঝে ছবির প্রয়োজনেই একসঙ্গে হয়েছিলেন সিনেমার কলাকুশলীরা। তাঁদের সঙ্গে ছিলেন কাঞ্চন মল্লিক। নানান কথাবার্তার মাঝে বেশকিছুক্ষণ ধরেই বর্ষীয়ান রাখির মনে হচ্ছিল, কাঞ্চনের সঙ্গে তিনি কোনও এক খ্যাতনামা অভিনেতার মিল পাচ্ছেন। তবে তিনি কে, রাখি ঠিক মনে করে উঠতে পারছিলেন না। আর তাই মজা করে শিবপ্রসাদ বলে ওঠেন, ‘কাঞ্চন, তোকে এত চেনা কেন লাগছে কাঞ্চন!’
এরপই রাখি গুলজার বলেন, ‘একদম ওইরকম নাকটা, এটা..। আমার ঠিক মনে পড়ছে না উনি মুম্বইয়ের নাকি এখানকার। তবে আমার খুব মনে হচ্ছে কার মতো বেশ লাগছে ওকে।’ এরপরই রাখির নামটা মনে পড়ে যায়। উত্তজিত হয়ে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আরে পেন্টাল!’
পাশ থেকে নন্দিতা রায় বলেন, ‘ও পেন্টালের মতো…’। কাঞ্চনের মুখ দিয়েও তখন বেরিয়ে আসে। ‘আচ্ছা পেন্টাল।’ রাখিকে বলতে শোনা যায়, ‘এত ডিস্টার্ব ছিলাম, আমি কথা তো বলছিলাম, তবে মাথায় ওটাই ঘুরছিল যে কার মতো লাগছে ওকে….।’
আরও পড়ুন-‘একাধিক পুরুষের সঙ্গ দেন, গায়ক শেখ সাদীর সঙ্গে পরীমনি এক বিছানায়…’, বিস্ফোরক পরিচারিকা পিঙ্কি
মজার এই মুহূর্তটি উঠে এসেছে উইনডোজ প্রোডাকশনের ফেসবুক পেজে।