রাকেশ রোশনের ২০১৯ সালে গলায় ক্যানসার ধরা পড়ে। কিন্তু তিনি সুস্থ হয়ে সেই মারণ রোগকে হারিয়ে ফিরে আসেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে কিভাবে এই কঠিন সময়ে লড়াই করার জন্য শক্তি তিনি তাঁর মেয়ের থেকে পান। কারণ তাঁর মেয়ে সুনয়নারও সার্ভিকাল ক্যানসার, ব্রেন টিবি এবং ফ্যাটি লিভারের সমস্যা হয়েছিল।
কী জানিয়েছেন রাকেশ রোশন?
সম্প্রতি নিউজ ১৮ কে দেওয়া একটি সাক্ষাৎকারে রাকেশ রোশন জানিয়েছেন তিনি কখনও তাঁর জীবনের কঠিন পরিস্থিতিগুলোকে তাঁকে আটকে দেননি। বরং তাঁর মেয়ের থেকে শিখেছেন কীভাবে সেই বিপদ, কঠিন পরিস্থিতির মধ্যেও লড়াই চালিয়ে যেতে হয়। রাকেশ রোশন বলেন, ‘ও অনেক অসুস্থতার মধ্যে দিয়ে গেছে। ছোট থেকেই ওকে অনেক সার্জারির মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিন্তু ও সবসময় খুব সাহস দেখিয়েছে, মুখে হাসি ধরে রেখেছে কঠিন সময়েও। ওই আমায় অনেক কিছু শিখিয়েছে। আমি বিশ্বাস করি পরিস্থিতি যাই হোক না কেন আমাদের হাসিখুশি আনন্দে থাকতে হবে।’
কহো না পেয়ার হ্যায় ছবি মুক্তির পর গুলি করা হয় রাকেশ রোশনকে। সেই সময় তো বটেই, যখন তাঁর ক্যানসার ধরা পড়ে সেই দুটো সময়ই সুনয়না জবাব জীবনকে দেখে সেটা তাঁকে খুব সাহায্য করেছিল সেই কঠিন পরিস্থিতিতে লড়াই করার জন্য। তাঁর কথায়, 'আমায় যখন গুলি করা হয় আমি বিষয়টা খুবই হালকা ভাবে নিয়েছিলাম। আমি ওদের সঙ্গে মজা করতাম যাতে ওরা ভয় না পায়। একই রকম ভাবে আমার যখন ক্যানসার হয় তখনও সেটাই করেছিলাম। এমনকি যেদিন আমার সার্জারি হয় সেদিন সকালেও আমি হৃতিকের সঙ্গে শরীর চর্চা করেছি।'
রাকেশ রোশন এদিন জানান তাঁর স্ত্রী পিঙ্কি রোশন তাঁর সাপোর্ট সিস্টেম হয়ে থেকেছেন সবসময়। অ্যাডজাস্ট করেছেন বিত্তশালী পরিবার থেকে এসেও।
আরও পড়ুন: 'নিজের গুণে পরিচিত হও', বারবার অরিজিৎকে নকল! ইন্ডিয়ান আইডলে প্রিয়াংশুকে হুঁশিয়ারি বিশালের
আরও পড়ুন: পরিচালক ছাড়াই শুরু শ্যুটিং! বিদ্রুপ ঋত্বিকের, বললেন, 'বাঘা বাঘা শ্যুটিং কি আজ থেকে গুপি শ্যুটিং?'