Rajdeep Gupta: ২০১১ সালে দুই ইন্ডাস্ট্রির বন্ধু রাজদীপ এবং রনির সঙ্গে ফেসবুকের পাতায় একটি ছবি পোস্ট করেছিলেন দ্বৈপায়ন। একটি কাঠের বেঞ্চের উপর তিনজনে বসে আড্ডা দিচ্ছেন। পুরনো সেই ছবি ঘুরে এসেছে রাজদীপের ফেসবুকের টাইমলাইনে। সময়ের নিয়মে সবটা ফিকে হলেও রনিকে কিন্তু আজও ভোলেনি ইন্ডাস্ট্রির বন্ধুরা।
রাজদীপ, রনি এবং দ্বৈপায়ন তিন বন্ধু একসঙ্গে ছবিতে (ছবি সৌজন্যে ফেসবুক)
পুরনো বন্ধুত্ব। এরপরই একসঙ্গে একই ধারাবাহিকেও কাজ করেছেন অভিনেতা রাজদীপ গুপ্ত এবং রনি চক্রবর্তী। সঙ্গে অভিনেতা দ্বৈপায়ন দাসও। তিন মাথা এক হলেই চলত খুনসুটি-আড্ডা। ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন রাজদীপ, রনি এবং দ্বৈপায়নও।
২০১১ সালে দুই ইন্ডাস্ট্রির বন্ধু রাজদীপ এবং রনির সঙ্গে ফেসবুকের পাতায় একটি ছবি পোস্ট করেছিলেন দ্বৈপায়ন। ছবিটি টালিগঞ্জের ইন্দ্রপুরী স্টুডিয়োতে তোলা। একটি কাঠের বেঞ্চের উপর তিনজনে বসে আড্ডা দিচ্ছেন। ১২ বছরের পুরনো সেই ছবি ঘুরে এসেছে রাজদীপের ফেসবুকের টাইমলাইনে। রাজদীপ মেমোরি থেকে সেই ছবি শেয়ার করেছেন ফেসবুকের পাতায়। ছবিতে দেখা গিয়েছে, রাজদীপের উদ্দেশে দ্বৈপায়ন লিখেছিলেন, ‘মনে পড়ে সেই দিন রাজদীপ?’ দুই বন্ধুকে ট্যাগও করা।
প্রসঙ্গত, রনি এবং রাজদীপের বন্ধুত্ব বেশ পুরনো। প্রায় একই সময় অভিনয় কেরিয়ারও শুরু করেছিলেন তাঁরা। রনির স্ত্রী এবং রাজদীপ থাকতেন একই পাড়ায়। সেই থেকে তাঁদের বন্ধুত্বের সূত্রপাত। ধারাবাহিকের সেটে ঘণ্টার পর ঘণ্টা একসঙ্গে কাজ করতেন। ফলে সেই সময় বন্ধুত্ব আরও গাঢ় হয় তাঁদের মধ্যে। আরও পড়ুন: ‘…বলে কোম্পানি পলিসি’, ফেসবুকে হেঁয়ালি ভরা পোস্ট, কী বোঝাতে চাইছেন অনিন্দ্য