টলিউডের জুটি রাজা আর মধুবনী গোস্বামীকে খুব ভালোবাসেন দর্শকরা। তাঁদের ছেলে কেশবও নেটপাড়ার নয়নের মণি। ছেলের জন্মের পর থেকে অনেকটা সময় ক্যামেরার সামনে থেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি নিজেকে। তবে সদ্য কাজে ফিরেছেন। এরমধ্যেই রাজাকে নিয়ে হাজির হলেন জি বাংলার গেম শো ‘দিদি নম্বর ১’-এ।
জি বাংলার তরফ থেকে শো-র ছোট্ট একটা ঝলক শেয়ার করা হয়েছে সোশ্যালে। যেখানে রাজার বলা কথাগুলো মন ছুঁয়ে নিয়েছে নেটপাড়ার। রাজাকে বলতে শোনা যায়, ‘মানুষ হিসেবে জন্মেছি কাজ করার জন্য়। আমি বিশ্বাস করি, ছেলে-মেয়ে সমান কাজ করব।’ যাতে পাশে দাঁড়িয়ে থাকা মধুবনী বলেন, ‘ও একদম প্রো। সব কাজ পারে।’ বউকে থামিয়ে দিয়ে রাজা বলতে থাকেন, ‘জাপানের সেই রোবটগুলো হয় না। ফ্লোর ঝাড় দেওয়া থেকে শুরু করে সব করে দেয়। আমি ওরকম।’
আরও পড়ুন: ৫০ কোটি আয় করতে হিমশিম খাচ্ছে মিশন রানিগঞ্জ! ১০০ কোটি ছুঁইছুঁই ফুকরে ৩
এদিকে মধুবনীর নামে আগেই বদনাম রয়েছে তিনি নাকি জলটাও গরম করতে পারেন না! যদিও এখন মা হয়ে বদলে গিয়েছেন এক্কেবারে। রচনাকে উদ্দেশ্য করে অভিনেত্রী বললেন, ‘এর আগে দিদি নম্বর ১-এ এসে আমি তো বলেছিলাম, শুধু জল গরম করতে পারি। কিন্তু এখন আমি খুব ভালো রান্না করি। প্রমাণ রাজা দেবে।’
আরও পড়ুন: ‘শাহরুখ খুব দয়ালু, সলমন ছুরির মতো ধারালো’! আমিরকে নিয়ে কী মন্তব্য করিনার?