পরিচালক রাজ চক্রবর্তী নিয়ে আসছেন ‘আবার প্রলয়’। লিড রোলে এবার শাশ্বত চট্টোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তী। সিরিজের আকারে আসছে এটি। সুতরাং বড় পর্দা নয়, সরাসরি ওটিটি প্ল্য়াটফর্ম জি ফাইভে মুক্তি পাবে ‘আবার প্রলয়’।
শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিংও। এই প্রথম সেটে হাজির হয়েছিলেন রাজশ্রী পুত্র ইউভান। এর আগেও অবশ্য খুব ছোট বয়সে বাবা-মায়ের সঙ্গে শ্যুটিং সেটে দেখা গিয়েছিল খুদেকে। তাঁকে কোলে নিয়েই শ্যুটিং শুরু করেছেন পরিচালক বাবা রাজ।
সেট থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন পরিচালক। সেখানে এক ফ্রেমে দেখা যাচ্ছে রাজ, শুভশ্রী ও ইউভানকে। চোখে সানগ্লাস, গায়ে শীত পোশাক এবং ক্রক্স পরে বাবার কালো একেবারে স্মার্ট লুকে ধরা দিয়েছে খুদে ইউভান। কিছু সময় তাকে কোলে নিয়েই শ্যুটিং সেরেছেন রাজ।
আরও পড়ুন: শ্রীজাত পরিচালিত ‘মানবজমিন’, ছবি দেখে প্রশংসা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির