টলিউডের অন্যতম তারকা জুটি তাঁরা। চিরদিনই তুমি যে আমার ছবির পর্দার জুটির প্রেম পর্দা থেকে বাস্তবে গড়ায়। তারপর বিয়ে করেন তাঁরা। ২০১০ সালে গাঁটছড়া বাঁধেন রাহুল এবং প্রিয়াঙ্কা। কিন্তু বেশিদিন নয়, মাত্র আট বছর কাটতে না কাটতেই তাঁর সম্পর্কে তিক্ততা আসে। আলাদা হয়ে যান তাঁরা। ২০১৮ সাল থেকে সেপারেশনে থাকতে শুরু করেন। তবে, ছেলে সহজের জন্য সেই দূরত্ব মুছে ফেলে সম্পর্ককে আরও একটা সুযোগ দিয়েছেন তাঁরা। এই ভাঙনকালে দাঁড়িয়েও তাঁরা ফের কাছাকাছি এলেন। আর এই ওঠা পড়ার মাঝেই তাঁরা একসঙ্গে কাটিয়ে ফেললেন ১৩ টা বছর। ১৪ তম বিবাহবার্ষিকী পালন করলেন রাহুল এবং প্রিয়াঙ্কা।
রাহুল প্রিয়াঙ্কার বিবাহবার্ষিকী
এদিন রাহুল তাঁদের তিনজনের একটি ছবি পোস্ট করেন। শীত পোশাক পরে হাসিমুখে পোজ দিতে দেখা যায় রাহুল, প্রিয়াঙ্কা এবং সহজকে। এই ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, '১৩ পার করে ১৪ বছরে পড়লাম। হ্যাঁ, আমাদের বয়স এটাই।'
আরও পড়ুন: 'একজন অনুপ্রেরণা...' বিশ্বকাপের ফাইনালের আবহে 'মিষ্টি প্রতিবেশী' বিরাটের প্রশংসা ক্যাটরিনার
আরও পড়ুন: ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে মন জিতলেন শাহরুখ, আশা ভোঁসলের জন্য কী করলেন কিং খান?
অনেকেই তাঁদের এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'শুভ বিবাহবার্ষিকী। খুব ভালো থাকবেন।' কেউ আবার লেখেন, 'ঈশ্বরের কৃপায় তোমরা আজীবন এমনই থেকো।' 'এর থেকে ভালো ফ্রেম আর হয় না। সম্পর্কের বয়স এভাবে বাড়তে দেখলে সত্যি ভালো লাগে' মন্তব্য তৃতীয়জনের।