সামনেই ইদ, তার আগে চলছে রমজান মাস। অনেকে ইসলাম ধর্মাবলম্বীই রোজা রেখেছেন। তাই বিভিন্ন জায়গায় চলছে ইফতার পার্টি। ১৬মার্চ, রবিবার এমনই এক ইফতার পার্টিতে পৌঁছলেন রচনা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়দর্শিনী হাকিমের তরফে আয়োজিত অল বেঙ্গল উইমেন্স দাওয়াত-এ-ইফতার। সেখানেই আমন্ত্রিত ছিলেন হুগলির সাংসদ রচনা। তারই কিছু ঝলক উঠে এসেছে আমাদের হাতে।
জানা যাচ্ছে, বিভিন্ন বিশ্বাস ও আর্থ-সামাজিক পটভূমির ৭০০ জনেরও বেশি মহিলা পবিত্র রমজান মাসের চেতনা উদযাপনের জন্য একত্রিত হয়ে এখানে ইফতার প্রস্তুত করেন। ঐক্যের চেতনায় তাঁরা আনন্দের সঙ্গে একত্রে তাঁদের রোজা ভাঙেন।
আরও পড়ুন-মন ভরে গপ-গপিয়ে ফুচকা খাচ্ছেন অনুপম-প্রশ্মিতা! সঙ্গী আর কারা?
আরও পড়ুন-গুরুতর অসুস্থ! হঠাৎই বুকে ব্যথা, চেন্নাইয়ের নামী হাসপাতালে ভর্তি এআর রহমান
আরও পড়ুন-'২০২১-এ আমরা যে স্বপ্ন দেখেছিলাম, অবশেষে তা বাস্তবে রূপ নিচ্ছে…', সুখবর শোনালেন দেব