বাংলা নিউজ > বায়োস্কোপ > Didi No 1: 'শিমুল নাকি সায়ন্তনী...?' রচনার প্রশ্নে বোল্ড আউট ইন্দ্রনীল, কার কাছে কইয়ের শতদ্রু আদতে কাকে ভালোবাসে?
পরবর্তী খবর
Didi No 1: 'শিমুল নাকি সায়ন্তনী...?' রচনার প্রশ্নে বোল্ড আউট ইন্দ্রনীল, কার কাছে কইয়ের শতদ্রু আদতে কাকে ভালোবাসে?
1 মিনিটে পড়ুন Updated: 05 Nov 2023, 10:39 AM ISTSubhasmita Kanji
Didi No 1-Kar Kache Koi: কার কাছে কই মনের কথা ধারাবাহিকের শতদ্রু ওরফে ইন্দ্রনীল মল্লিক তাঁর স্ত্রীকে নিয়ে খেলতে আসছেন দিদি নম্বর ১-এ। সেখানে রচনার কোন প্রশ্নবাণের সামনে পড়েছিলেন তিনি?
কার কাছে কই মনের কথার শতদ্রুর মন পড়ে কোথায়?
দিদি নম্বর ১ রবিবার, ৫ নভেম্বর রাতে খেলতে আসছেন সেলিব্রিটিরা। সেখানে থাকছেন ইন্দ্রনীল মল্লিক অর্থাৎ যাঁকে এখন সবাই কার কাছে কই মনের কথা ধারাবাহিকের শতদ্রু নামেই চেনেন। দিদি নম্বর ১ সস্ত্রীক খেলতে এসে রচনা বন্দ্যোপাধ্যায়ের কঠিন প্রশ্নের সামনে পড়লেন তিনি।
দিদি নম্বর ১ -এ কার কাছে কই মনের কথা ধারাবাহিকের শতদ্রু
জি বাংলার তরফে সদ্যই পোস্ট করা হয়েছে দিদি নম্বর ১ এর নতুন প্রোমো। সেখানেই দেখা যাচ্ছে রবিবার রাতে এখানে খেলতে আসবেন তারকা জুটিরা। থাকছেন ইন্দ্রনীল মল্লিক এবং তাঁর স্ত্রী সায়ন্তনী মল্লিক। এখানেই হাসি মজার মাঝে রচনা ইন্দ্রনীল ওরফে শতদ্রুকে জিজ্ঞেস করেন, 'সায়ন্তনীর সঙ্গে আছ নাকি শিমুলের সঙ্গে আছ?' এটা শুনেই হেসে গড়িয়ে পড়েন অভিনেতা। কিন্তু তিনি কী উত্তর দেন সেটা রবিবার রাতেই দেখা যাবে।
প্রসঙ্গত একদিকে যেমন কার কাছে কই মনের কথা ধারাবাহিকে শিমুলের প্রাক্তন প্রেমিক তথা বন্ধু, শতদ্রুর চরিত্রে দেখা যাচ্ছে ইন্দ্রনীলকে, তেমনই অন্যদিকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সূর্যর কাকিমার চরিত্রে অভিনয় করছেন সায়ন্তনী।