সদ্যই জীবনের নতুন ইনিংস শুরু করেছেন পিভি সিন্ধু। সাতপাকে বাঁধা পড়েছেন ব্যবসায়ী ভেঙ্কট দত্তর সঙ্গে। প্রকাশ্যে এসেছে তাঁদের বিয়ের একাধিক ছবি। এদিন দেখা গেল গায়ে হলুদের সময় কেমন সেজেছিলেন ব্যাডমিন্টন তারকা।
পিভি সিন্ধুর গায়ে হলুদের সাজ
বিয়ের সময় পিভি সিন্ধু পরেছিলেন সব্যসাচীর ডিজাইন করা লাল শাড়ি। মালা বদলের সময়ও তাঁকে একেবারে সাবেকি সাজেই দেখা গিয়েছে। তবে এই ব্যাডমিন্টন তারকা যে। তাঁর বিয়েতে কেবলই সাবেকি পোশাকে ধরা দিয়েছেন সেটা নয়। তিনি কিন্তু ছক ভেঙে আধুনিক পোশাকও পরেছেন বিয়ের বেশ কিছু অনুষ্ঠানের জন্য। এই যেমন গায়ে হলুদের জন্য তিনি বেছে নিয়েছিলেন একটি সাদা পোশাক।
গায়ে হলুদে পিভি সিন্ধু কোনও হলুদ পোশাক পরেননি। বরং পরেছিলেন সাদা ব্লাউজ, লং স্কার্ট এবং সব ছিল একই রঙের একটি স্লিভলেস লং জ্যাকেট। সঙ্গে পরেছিলেন সিলভার এবং সাদা পাথরের কানের ও টিকলি। খুলে রেখেছিলেন চুল। একেবারে হালকা মেকাপ করেন সকালের এই অনুষ্ঠানের জন্য।
গায়ে হলুদের সময় খালি মজা নয়। বর ভেঙ্কট দত্তর সঙ্গে নানা রোম্যান্টিক পোজে তোলেন ছবিও। পিভি সিন্ধুর এই গায়ে হলুদের পোশাকটি ডিজাইন করেছেন আবু সন্দীপ।
আরও পড়ুন: পুষ্পা ২ জ্বরে ধরাশায়ী বেবি জন! শনিবার সাড়ে ১২ কোটি আয় আল্লুর ছবির, কী হাল বরুণের?
পিভি সিন্ধু এবং ভেঙ্কট দত্তর বিয়ে
২২ ডিসেম্বর নিকট বন্ধু, আত্মীয়, পরিবারের লোকজন ছাড়াও একাধিক মন্ত্রী, সহ তারকারা উপস্থিত ছিলেন নবদম্পতিকে আশীর্বাদ জানানোর জন্য। এদিন পিভি সিন্ধুর বিয়ের ছবি পোস্ট করেন খোদ সংস্কৃতি এবং ট্যুরিজমের কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। বিয়ের সাজে একেবারেই চেনা যাচ্ছিল না পিভি সিন্ধুকে। উদয়পুরে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। অনুষ্ঠিত হয়ে গিয়েছে তাঁদের রিসেপশনও। জানা গিয়েছে সেখানে সচিন তেন্ডুলকর থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সহ একাধিক তারকা, খ্যাত নামা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। বিয়েতে পিভি সিন্ধু পরেছিলেন আইভরি রঙের সিল্কের শাড়ি। সঙ্গে ছিল ভরাট কাজ। সঙ্গে রীতি মেনে গা ভর্তি গয়না, মালায় সেজেছিলেন। অন্যদিকে ভেঙ্কট পরেছিলেন আইভরি রঙের ধুতি, পঞ্জাবি এবং ওড়না।