বুধবার 'আলোর কোলে' সিরিয়ালের লঞ্চের দিন 'গানের ওপারে'র স্মৃতিতে ভাসলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বলেন, ‘গানের ওপারে’র মতো ধারাবাহিক আর হবে না, ওটা একজনই পারতেন, সে আমার বন্ধু (ঋতুপর্ণ ঘোষ)।' প্রসঙ্গত 'গানের ওপারে' ছাড়াও 'কনকাঞ্জলি' নাম একটি ধারাবাহিকের প্রযোজকও ছিলেন বুম্বাদা।