বাংলা নিউজ > বায়োস্কোপ > Anamika Saha: ‘কাজ করতে করতেই চলে যেতে চাই’, শেষজীবন নিয়ে শঙ্কায় প্রসেনজিতের পর্দার মা,অনামিকা
পরবর্তী খবর
বাংলা সিনেমার অন্যতম পরিচিত মুখ অনামিকা সাহা। ত্রিশের কোঠায় পা দেওয়ার আগেই প্রায় সমবয়সী অভিনতাদের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অভিনয়ের লোভ ছিল বরাবর। তাই মাত্র ২৯ বছর বয়সে মা-এর রোল লুফে নেন। ফ্যান-ভাত খেয়ে মোটা হয়েছিলেন শরীরে বয়সের ছাপ আনতে। কারণ বিয়ের পর পর্দায় রোম্যান্সে বাধ সাধে শ্বশুরবাড়ি। নায়িকা হওয়া যাবে না, অগত্যা প্রায় সমবয়সী কিংবা বয়সে বড় নায়কদেরও 'মা' হয়ে ওঠেন অনামিকা। এর জন্য কোনও আক্ষেপ নেই তাঁর। আরও পড়ুন-‘অপদার্থ একটা…কত বড় সাহস?’ ঘরভর্তি লোকের সামনেই প্রসেনজিৎকে শাসানি অনামিকার!