Priyanka Chopra: খুদে মালতীকে নিয়ে ছুটি কাটাতে উড়ে গেলেন প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন সেই ছবি। কাজের ব্যস্ত শিডিউলের পর পুরো সময়টা মেয়ের সঙ্গেই কাটান দেশি গার্ল।
মেয়ে মালতীকে নিয়ে বেড়াতে চললেন প্রিয়াঙ্কা
মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে নিয়ে ছুটি কাটাতে চললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কাজের চরম ব্যস্ত শিডিউলের ফাঁকে বছর শেষে পরিবারের সঙ্গে খানিক সময় কাটানো। প্রাইভেট জেটে অথবা ফার্স্ট ক্লাস ফ্লাইটে চড়েই মেয়েকে নিয়ে ছুটি কাটাতে উড়ে গেলেন গ্লোবাল আইকন। খুদে মালতী কোলে বসে প্রিয়াঙ্কার, ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন ছবি।
‘আমরা চললাম', একটি ছবি শেয়ার করে এই ছোট্ট ক্যাপশন লিখেছেন প্রিয়াঙ্কা। সঙ্গে জুড়েছেন লাল হৃদয়ের ইমোজি। ছবিতে কালো পোশাক এবং কালো টুপি, চোখে রোদচশমা পরে দেখা মিলেছে দেশি গার্লের। মেয়ে মালতীকে কোলে আগলে বসে নায়িকা। ফ্লাইটের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখাচ্ছেন খুদেকে। যদিও কোথায় ছুটি কাটাতে যাচ্ছেন দেশি গার্ল, সে বিষয় এখনও কিছু জানাননি।