Priyanka Chopra: ‘অস্ত্রোপচার করাতে গিয়েই যত্ত গণ্ডোগোল, আমার নাকই বেঁকে যায়’, অকপট প্রিয়াঙ্কা চোপড়া
1 মিনিটে পড়ুন Updated: 03 May 2023, 10:20 PM ISTঅস্ত্রোপচারের পর ভয়ানক অবস্থা হয় প্রিয়াঙ্কার মুখের। নাকের ব্রিজটাই নাকি উড়িয়ে দিয়েছিলেন চিকিৎসক। আর তাতে নাকই নাকি বেঁকে যায়। অস্ত্রোপচারের পর নিজের নাক দেখে আঁতকে উঠেছিলেন অভিনেত্রী। পুরো মুখটাই নাকি বদলে গিয়েছিল। তাতে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন পিগি চপস। তাঁর হাত থেকে তিনটি ছবিও চলে গিয়েছিল।
প্রিয়াঙ্কা চোপড়া