প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী এস পি বালসুব্রহ্মণ্যমের মৃত্যুতে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া । একাধিক প্রান্ত থেকে তাঁর পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জানিয়ে ভেসে আসছে পাশে থাকার বার্তা । এবার নিজের সোশ্যাল মিডিয়াতে প্রয়াত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানালেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া । নিজের শ্রদ্ধার্ঘ বার্তায় অভিনেত্রী বার বার জানিয়েছেন , কিভাবে ছোট থেকে তাঁর গান শুনে বড় হয়েছেন জীবনে ।
গত শুক্রবার টানা ৫২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হার মানেন বর্ষীয়ান এই সঙ্গীত নক্ষত্র | তাঁর বয়স হয়েছিল ৭8 বছর । নিজের পোস্টে দেশি গার্ল লেখেন - ' আর আই পি বালসুব্রহ্মণ্যমের স্যার । আমার ছেলেবেলার স্মৃতির একটা বড় অংশ জুড়ে ছড়িয়ে রয়েছে আপনার গান । আপনার সৃষ্টি কোনোদিনও হারিয়ে যাওয়ার নয় । আপনার পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই । '

করোনায় আক্রান্ত হয়ে গত ৫ অগস্ট চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই বর্ষীয়ান সঙ্গীতশিল্পী। এক মাস পর ৮ সেপ্টেম্বর তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু তা সত্ত্বেও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে ভেন্টিলেটর থেকে বার করা যায়নি। পরের দিকে তাঁকে ভেন্টিলেটরের পাশাপাশি ‘একমো সাপোর্ট’ (কৃত্রিম উপায়ে বাড়তি অক্সিজেন সরবরাহের ব্যবস্থা) দেওয়ারও ব্যবস্থা করা হয়েছিল।
১৯৬৬ সালে 'শ্রী শ্রী মর্যাদা রামান্না' নামে এক তেলুগু ছবির মধ্যে দিয়েই সঙ্গীত জগতে প্রবেশ করেছিলেন এস পি । এর পর একে একে একাধিক হিন্দি, তামিল তেলুগু ছবিতে গান গেয়ে ইন্ডাস্ট্রির প্রথম সারির গায়কের তকমা পেয়ে যান এসপি। এক দিনে ২১টি গান রেকর্ড করার রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। সলমন খানের বলিউডে উত্থান মূলত তাঁর হাত ধরেই।
প্রয়াত বিদ্বজনের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পন করার বিষয়ে সোশ্যাল মিডিয়াতে বরাবরই সক্রিয় দ্য স্কাই ইজ পিঙ্ক খ্যাত অভিনেত্রী | কদিন আগেই মার্কিন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রুথ ব্যাডার জিন্সবার্গের মৃত্যুতে নিজের শোকবার্তা জানিয়েছিলেন নিক পত্নী । এছাড়াও সাম্প্রতিক কালে বলি তারকা ঋষি কাপুর , ইরফান খান বা সুশান্ত সিন্ রাজপুতের মৃত্যুতেও নিজের অন্তরের বেদনার কথা ব্যক্ত করেছিলেন প্রিয়াঙ্কা ।