গত ৬ এপ্রিল ব্রডওয়েতে ‘দ্য লাস্ট ফাইভ ইয়ার্স ইন নিউ ইয়র্ক ’- এ নিক জোনাসের ডেবিউ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গে ছিল মেয়ে মালতি। প্রিয়াঙ্কা অনুষ্ঠানের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বুধবার অর্থাৎ ৯ এপ্রিল। সেই ছবিগুলিই সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল।
বুধবার প্রিয়াঙ্কা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত ৬ এপ্রিল রাতের বেশ কিছু ছবি পোস্ট করেন। ছবিতে প্রিয়াঙ্কা এবং নিক ছাড়াও দেখা যায় অভিনেত্রী অ্যাড্রিয়েন ওয়ারেনকে। ছবিগুলি শেয়ার করে নায়িকা লেখেন, ‘ব্রডওয়েতে @thelastfiveyears-এর উদ্বোধনী রাত। সত্যিই অবিশ্বাস্য শৈল্পিকতা। @nickjonas @adriennelwarren @yesimwhitneywhite @jasonrobertbrownstagram এবং অনুষ্ঠানের পুরো ক্রুকে অভিনন্দন’।
আরও পড়ুন: সিনেমা জগতের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অজয়! বললেন, ‘আমরা সবাই...’
আরও পড়ুন: মায়ের সঙ্গে রান্না, আলিয়ার হাত পুড়তেই এ কী করলেন সোনি রাজদান!
অনুষ্ঠানে প্রিয়াঙ্কা পরেছিলেন একটি কালো রঙের শর্ট ড্রেস, নিক পরেছিলেন সাদা রঙের টি-শার্ট এবং কালো সাদা স্ট্রাইপ ব্লেজার। অনুষ্ঠানে একে অপরকে জড়িয়ে চুমু খেতেও দেখা যায় এই তারকা জুটিকে। একটি ছবিতে আবার জানলার পাশে বসে হাসিমুখে পোজ দিতেও দেখা যায় বলি সুন্দরীকে।
তবে এই সমস্ত ছবির মধ্যে যার ছবি সব থেকে বেশি নজর কেড়েছে সে হল প্রিয়াঙ্কার মেয়ে মালতি। বাবার জন্য কার্ড বানাতে দেখা গেছে ছোট্ট মালতিকে। মালতির তৈরি সেই কংগ্রাচুলেশন গ্রিটিং কার্ড দেখে মুগ্ধ নেটিজেনরা।
ছবি দেখে এক ভক্ত লিখেছেন, ‘ভিড়ের মধ্যে থাকলেও আপনাদের অন্যরকম দেখতে লাগে।’ অন্য একজন লিখেছেন, ‘দুর্দান্ত জুটি।’ তৃতীয় একজন লিখেছেন, ‘সর্বকালের সেরা স্ত্রী।’
আরও পড়ুন: 'আমি নেপো কিড নই বলে...', বলিউডের স্বজনপোষণের শিকার নুসরত? কী বললেন?
আরও পড়ুন: সিনেমা জগতের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অজয়! বললেন, ‘আমরা সবাই...’
প্রিয়াঙ্কার কাজ সম্পর্কে
সম্প্রতি ওড়িশার কোরাপুটে শেষ হয়েছে এসএস রাজামৌলি পরিচালিত SSMB29 সিনেমার শ্যুটিং। এই ছবিতে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করবেন মহেশ বাবু। সিনেমায় পৃথ্বীরাজ সুকুমারণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন বলে জানা গেছে, যদিও এই ব্যাপারে নির্মাতা বা অভিনেতা কেউই কোনও কথা বলেন নি।