প্রিয়াঙ্কা চোপড়ার ঝুলিতে আরও এক আন্তর্জাতিক প্রোজেক্ট। এবার স্যাম হুগান ও সেলিন ডিওনের সঙ্গে একটি রোম্যান্টিক ছবিতে দেখা মিলবে পিগি চপসের। প্রাথমিকভাবে ছবির নাম ঠিক হয়েছে ‘টেক্সট ফর ইউ’। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত হিট জার্মান ছবি ‘এসএমএস ফুর ডিক’-এর অনুপ্রেরণায় তৈরি হবে এই ছবি। প্রিয়াঙ্কা-সেলিন ডিওন- স্যাম হুগান অভিনীত ‘টেক্সট ফর ইউ’ পরিচালনার দায়িত্বে থাকছেন জিম স্ট্রাউস।
সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দিয়ে প্রিয়াঙ্কা চোপড়া লেখেন- ‘দারুণ এক্সাইটেড এই দুর্দান্ত মুভিটা শুরু করার জন্য, এই সুন্দর মানুষগুলোর সঙ্গে! জিম স্ট্রাউস, স্যাম হুগান, সেলিন ডিওন। এটা আমার কাছে গর্বের বিষয়। চলুন শুরু করা যাক! প্রিয়াঙ্কার এই পোস্টের কমেন্ট বক্সে প্রতিক্রিয়া জানান স্বামী নিক জোনাসও। ‘ফায়ার’ ইমোজি দিয়ে নিক বুঝিয়ে দেন তিনিও কতখানি এক্সাইটেড।
ডেডলাইন অনুসারে, এই ছবিটি একটি মহিলার গল্প যিনি নিজের মৃত প্রেমিকের ফোনে মেসেজ পাঠানো শুরু করেন, তাঁর মৃত্যুর সংবাদ তখনও সে মেনে নিতে পারেনি। এরপর সে জানতে পারে তাঁর প্রেমিকের ফোন নম্বরটি অপর এক ব্যক্তিকে দিয়ে দেওয়া হয়েছে এবং সেও একই ধরণের একটি পরিস্থিতির সম্মুখীন। এই ছবির উপরি পাওনা হতে চলেছে সেলিন ডিওনের মিউজিক।
আপাতত বার্লিনে ম্যাট্রিক্স ফোরের শ্যুটিং সারছেন প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবিতে হলিউড তারকা কানু রিভসের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন দেশি গার্ল। এছাড়াও মিন্ডি কালিংয়ের সঙ্গে একটি রোম্যান্টিক কমেডিতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। ইউনির্ভাস্যাল পিকচার্সের এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন ড্যান গুর।
মুক্তির অপেক্ষায় রয়েছে প্রিয়াঙ্কার ‘দ্য হোয়াইট টাইগার’। এই নেটফ্লিক্স ফিল্মে প্রিয়াঙ্কার সঙ্গে জুটি বেঁধেছেন রাজকুমার রাও। ছবির ফার্স্ট লুক চলতি মাসেই প্রকাশ্যে এসেছে। সম্প্রতি আমাজনের সঙ্গে একটি কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছেন প্রিয়াঙ্কা। আমাজন প্রাইমের সিটাডেলের দেখা যাবে নায়িকাকে। অ্যান্টনি এবং জো রুশোর গুপ্তচরের গল্প নির্ভর এই ওয়েব সিরিজে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করছেন গেম অফ থর্নস খ্যাত তারকা রিচার্ড ম্যাডেন।এছাড়াও আমাজনের সঙ্গে মা আনন্দ শীলার বায়োপিক এবং প্রি-ওয়েডিং সেরেমানি সঙ্গীতের উপর নির্ভরশীল একটি রিয়ালিটি শোতে কাজ করবেন প্রিয়াঙ্কা।
.