শুক্রবার সন্ধ্যায় অহনা দত্ত অনুরাগীদের জানান যে তিনি মা হতে চলেছেন। মন্দারমণির সমুদ্র সৈকত থেকে বেবিবাম্প আগলে ছবি পোস্ট করে নায়িকা এই খবর দেন। বর্তমানে তিনি চার মাসের অন্তঃসন্ত্বা। অগস্টে কোল আলো করে আসবে তাঁর ও দীপঙ্করের সন্তান। গর্ভে বেড়ে উঠছে তাঁর প্রথম সন্তান! তবে গর্ভাবস্থার বিভিন্ন পর্যায়ে হবু মা-র শরীর ও মনে পরিবর্তনের ঝড় বয়ে যায়। যার অন্য়তম হল প্রেগন্যান্সি ক্রেভিং। তাই গর্ভবতী অহনা এবার প্রেগন্যান্সি ক্রেভিং মেটাতে চেটেপুটে খেলেন জিলিপি।
অহনা মঙ্গলবার সকালে তাঁর ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেন। সেখানে তাঁকে বেশ মজা করে জিলিপি খেতে দেখা যায়। তিনি জিলিপির স্বাদ যে ভীষণ ভাবে উপভোগ করছিলেন তা নায়িকার হাবভাব দেখেই বোঝা যাচ্ছিল। তবে এটুকুতেই ক্ষান্ত হননি তিনি। তাঁর সামনে বসেছিল তাঁর পোষ্যরা, আর তাদের লোভ দেখিয়ে দেখিয়ে জিলিপি খাচ্ছিলেন তিনি। যদিও এই পুরো বিষয়টাই মজা করে করেন নায়িকা। ভিডিয়োটি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘ধোকা’। সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বেছে নিয়েছিলেন 'ভুল ভুলাইয়া ৩' জনপ্রিয় গান, সোনু নিগমের কন্ঠে 'ভোলাভালা থা…'। তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতেই অভিনেত্রীকে ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন: কিরণের গায়ে হাত তুলতেন? ব্রেকআপ নিয়ে জলঘোলা, সায়ন্তর জবাব, ‘মোটেও মারধর…’
তাছাড়াও মঙ্গলবার অহনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছোট্ট ভিডিয়ো পোস্ট করেন। সেখানে ফ্লোরাল প্রিন্টের একটি বেবিপিঙ্ক রঙের গাউন পরে একটা সাদা রঙের দোলনায় বসে দোল খেতে দেখা যায় নায়িকাকে। তাঁর গলায় ছিল খুব সুন্দর হালকা একটা নেকলেস। মুখ চোখ থেকে ঝড়ে পড়ছিল মাতৃত্বকালীন লাবণ্য। সব মিলিয়ে বেশ মিষ্টি দেখাচ্ছিল অহনাকে। সব মিলিয়ে যে চুটিয়ে এই সময়টা উপভোগ করছেন নায়িকা তা বলাই যায়।
আরও পড়ুন: ‘এটা কত নম্বর?’, দেবমাল্যর সঙ্গে পাহাড়ে মধুমিতা, ছবি দিতেই প্রাক্তন স্বামী সৌরভকে নিয়ে হল কটাক্ষ
তবে তাঁর এই অবস্থাতেও পাশে নেই মা চাঁদনী। আসলে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে কাজ করার সময় দীপঙ্করের সঙ্গে আলাপ অহনার। মেগাতে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করতেন দীপঙ্কর, আর খলনায়িকার ভূমিকায় দেখা যেত অহনাকে। সেখান থেকে সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। যদিও এর আগেও বিয়ের পিঁড়িতে বসেছিলেন দীপঙ্কর। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ডিভোর্স হয়ে যায় তাঁর। আর দীপঙ্কর ডিভোর্সি হওয়ার কারণেই মেয়ের সঙ্গে তাঁর বিয়েতে মত ছিল না অহনার মা চাঁদনীর। তবে এরপর মায়ের অমতে গিয়েই একত্রবাস শুরু করেন দু'জনে।
২০২৫ সালের ১ জানুয়ারি জানা যায় যে, ইতিমধ্যেই বিয়ে করে ফেলেছেন অহনা ও দীপঙ্কর। অহনা নিজেই বিয়ের ভিডিয়ো শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। জানান, ২০২৩ সালের ডিসেম্বরে আইনি কাগজে সই সাবুদ করে এক হয়েছেন তাঁরা। রেজিস্ট্রি বিয়েতে হাজির ছিল দীপঙ্করের মা-বাবা। স্বাভাবিকভাবেই অমত থাকায় অহনার তরফে কেউ আসেননি।