বিয়ের পর প্রথম জন্মদিন। কিন্তু ছুটি মেলেনি কাজ থেকে। দিনের অর্ধেকটা কাটল শ্যুটিং ফ্লোরের হাঁকডাকের মাঝে। আর বাকিটা? হিন্দুস্তান টাইমসকে সেই গল্পই শোনালেন অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার জীবনের নতুন বছরে পা রাখলেন প্রান্তিক। শ্যুট থেকে ফিরেই শুরু উদযাপন। অভিনেত্রী স্ত্রী অঙ্কিতা চক্রবর্তী এবং বন্ধুদের সঙ্গে হইহুল্লোড় করে সময় কাটালেন। মেনুতে ছিল প্রান্তিকের পছন্দের ঘরোয়া খাবার। বন্ধুরাই দায়িত্ব নিয়ে রেঁধে ফেলেছিলেন ভাত, ডাল, তরকারি, মাছ-মাংস। শেষ পাতে ছিল পায়েস। জন্মদিনে মিষ্টি মুখ না হলে চলে নাকি!অভিনেতা বললেন, 'আমি ছিমছাম ভাবেই আমার জন্মদিন পালন করতে ভালোবাসি। বন্ধুরা এসেছিল। অঙ্কিতা ছিল। কাজের পর ওদের সঙ্গে আড্ডা দিতে পারলাম। খুব ভালো লেগেছে।'স্ত্রীর থেকে কী উপহার পেলেন? প্রশ্ন শুনেই খানিক হেসে ওঠেন অভিনেতা। বলেন, 'ও তো রোজই আমাকে কিছু না কিছু দিচ্ছে। আলাদা করে আর কী চাইব। তবে একটু সময় পেলে আবার আলাদা করে সঙ্গে সেলিব্রেট করব।'আপাতত প্রান্তিকের হাতে একাধিক কাজ। জয়দীপ মুখোপাধ্যায়ের একটি সিরিজের জন্য শ্যুট করছেন অভিনেতা। পাশাপাশি চলছে 'মন ফাগুন'-এর কাজ। এ ছাড়াও হইচইয়ের 'সম্পূর্ণা' ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে।চলতি বছরের ১ জানুয়ারি শহুরে ভিড় থেকে দূরে পাহাড়ের কোলে সাতপাক ঘুরেছেন প্রান্তিক-অঙ্কিতা। দু'জনেই বলেন, বন্ধুত্বই তাঁদের সম্পর্কের ভিত। বিয়ের পরেও কি অপরিবর্তিত সেই রসায়ন? প্রান্তিকের উত্তর, 'একদম! আমরা এখনও খুব ভালো বন্ধু। কাজ, সংসার, বন্ধুত্ব নিয়ে খুব সুন্দর ভাবে দিন কাটছে আমাদের।'