মমতা শঙ্করের শাড়ির আঁচল বিতর্ক খানিক থিতু হয়েছে। মেয়েরা কীভাবে শাড়ি পরবে, আঁচল কেমনভাবে রাখা উচিত, সেই নিয়ে অনেক আলোচনা হয়েছে নেটপাড়ায়। এবার অন্তবার্স কেমন পরা হবে, সেই নিয়ে চর্চা উসকে দিলেন গায়িকা পরমা বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুন-কাঞ্চন অতীত! নতুন সম্পর্কে পিঙ্কি? রাতের পোস্ট উধাও সকালে, হ্যাক হয়েছে ফেসবুক?
লোকে কী ভাবছে, লোকে কী বলবে এই সব ভেবেই একটা প্রজন্মের দিন কেটেছে। তবে কোনওরকম রাখঢাক না রেখে নিজেকে ভালোবাসার বার্তা দিলেন ৫১ বছর বয়সী পরমা। ব্রা নিয়ে রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিতে রণবীর সিং-কে উচিত পাঠ পড়িয়েছিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। জানিয়েছিলেন, মেয়েদের অন্তর্বাস কিনতে পুরুষের দ্বিধা থাকা উচিত নয়। এই ট্যাবু ভাঙার বার্তা দিয়েছিলেন চূর্ণী।
মেয়েদের অন্তর্বাস নিয়ে কেন এত নাক সিঁটকানি, কেন এত ছুৎমার্গ? ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন পরমা। সেখানে ব্যাকলেস পোশাকে দেখা গেল সঙ্গীতশিল্পীকে। সেই সেলফিতে সুস্পষ্ট পরমার ব্রা-এর স্ট্র্যাপ। এই ছবির সঙ্গেই দীর্ঘ বার্তা লেখেন পরমা। তাঁর কথায়, ‘জানি না কীভাবে এটা লেখা উচিত, আমাদের বেড়ে ওঠবার সময়ে শাড়ির ব্লাউজ বা স্লিভলেস টপের সামান্য ব্রায়ের স্ট্র্যাপ দেখা যাওয়াটাও নিন্দার ছিল…বাড়ির বয়স্ক কাকিমা বা দিদি চুপি চুপি তা আলতো করে তা আবার গোপন জায়গায় পাঠিয়ে দিতেন।’

‘রোজগেরে গিন্নি’র মতো জনপ্রিয় টেলিভিশন শো-এর সঞ্চালিকা ২০২৪ দাঁড়িয়ে এই গোপনীয়তার আগল ভাঙলেন। তাঁর কথায়, নিজে সারাজীবন স্লিভলেস পোশাক এড়িয়ে চলেছেন অন্তর্বাস লুকিয়ে রাখার তাগিদে। তিনি লেখেন, ‘২০২৪ এসে আমি দেখছি এখনকার সময়ে পোশাক তৈরি করা হচ্ছে এমন ভাবে যে, যে কোনও দিক থেকেই দেখা যাবে অন্তর্বাসের ফিতে। শুধু তা-ই নয়, আমাদের সময় যাঁরা বিদেশি অন্তর্বাস কেনার সামর্থ্য রাখতেন তাঁরা নানা ধরনের নকশা করা অন্তর্বাস পরতেন। বাকিদের ক্ষেত্রে রং সীমাবদ্ধ ছিল সাদা, কালো অথবা ঘিয়ে রঙের অন্তর্বাসে।’
এখনকার প্রজন্ম অবশ্য অন্য পথের পথিক। পোশাকের সঙ্গে নানা রঙের অন্তর্বাস পরলে সেটা আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ্যে আনে তাঁরা। সেই সব তরুণীকে দেখে অনুপ্রাণিত ৫০-এর গণ্ডি পার করা গায়িকা। তরুণীদের বাহারি অন্তর্বাসের ফিতে প্রদর্শন দেখলে তাঁর মনে হয় এই গরমে এই পোশাক বেশ আরামদায়ক। ট্রোল পুলিশদের নিয়ে ভাবিত নন পরমা। বরং স্বামী এবং দুই পুত্রই তাঁকে সাহস জুগিয়েছেন ‘স্ট্র্যাপি স্লিভলেস’ পোশাক পরতে।