নিজ বাড়িতেই গুলিবিদ্ধ অভিনেতা। গুরুতর জখম ওই অভিনেতার নাম আজিজুর রহমান আজাদ। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ঢাকা থেকে কিছু দূরে অভিনেতার আশুলিয়ার বাড়িতে।
জানা যাচ্ছে, ২৩ ফেব্রুয়ারি রবিবার ভোর রাতে অভিনেতা আজিজুর রহমান আজাদের বাড়িতে ঢুকে পড়ে ডাকাতরা। প্রথমে দুষ্কৃতীদের সঙ্গে অভিনেতার ধস্তাধস্তি হয়। এরই অভিনেতাকে উদ্দেশ্য করে গুলি করে ডাকাতরা। তাঁর পায়ে গুলি লাগে। ডাকাতের আক্রমণে আজাদের মা ও স্ত্রীও আহত হয়েছেন বলে বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে।
আজাদের নিকটাত্মীয় ও পরিচালক তপু খান এবিষয়ে বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোকে জানান, ‘আজাদের পায়ে গুলি লেগে মাংসপেশি ছিঁড়ে গিয়েছে। রক্তাক্ত অবস্থায় ওঁকে ভোরে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে অভিনেতা বাংলাদেশের ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তাঁর MRI করা হয়েছে। তবে এখন তিনি আগের থেকে অনেকটাই ভালো আছেন।’