বাংলা নিউজ > বায়োস্কোপ > Didi No 1: ‘নাতি-নাতনির মুখ দেখব না?’, দাদু হতেই ৩ মেয়ের স্বয়ম্বর সভা বসাচ্ছেন পিসি সরকার! দিদির মঞ্চে বেফাঁস মমতাজ
গত মাসেই নামী সংবাদপত্রের পাত্র-পাত্রী বিভাগে বিজ্ঞাপন দেন পিসি সরকার জুনিয়র। তিন মেয়ে- মানেকা, মমতাজ ও মৌবনির জন্য পাত্রের খোঁজে জাদু সম্রাট। হবু জামাইয়ের যোগ্য়তামান হিসাবে বিজ্ঞাপনে লেখা ছিল -'জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ৩৮-৪৫ বছর বয়সী সুদর্শন দীর্ঘাঙ্গ সুপ্রতিষ্ঠিত পাত্র চাই'। ৩ মেয়ের স্বয়ম্বরের সেই ঘোষণা নিয়ে রীতিমতো হইচই কাণ্ড। আরও পড়ুন-৩ মেয়ের জন্য ‘সুদর্শন, দীর্ঘাঙ্গ, সুপ্রতিষ্ঠিত পাত্র' খুঁজছেন পিসি সরকার! ‘স্বয়ম্বর’ নিয়ে মুখ খুললেন মৌবনী