পরিণীতি চোপড়াকে আগামীতে চমকিলা ছবিতে দেখা যেতে চলেছে। এই ছবিতে তিনি মূলত অমরজ্যোত কৌরের চরিত্রে অভিনয় করবেন। তাঁর বিপরীতে থাকবেন দিলজিত দোসাঁঝ। সম্প্রতি একটি পোস্ট করে পরিণীতি জানিয়েছেন যে ছবির জন্য তিনি প্রায় ১৫ কিলো ওজন বাড়িয়েছিলেন। একজন জিম করে, শরীর চর্চা করে পুনরায় আগের চেহারায় ফিরছেন।চমকিলার জন্য ১৫ কিলো ওজন বাড়িয়েছিলেন পরিণীতিসোমবার পরিণীতি চোপড়া ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাঁকে জিমে কসরত করতে দেখা যাচ্ছে। এক ভিডিয়ো পোস্ট করে পরিণীতি জানান তিনি গত ছয় মাস রহমানের স্টুডিয়োতে গান গেয়ে কাটিয়েছেন। সঙ্গে ১৫ কিলো ওজন বাড়িয়েছিলেন। এখন সেই মেদ ঝরাতে তাঁকে মরিয়া হয়ে কসরত করতে দেখা যাচ্ছে জিমে। যদিও শরীর চর্চার ফাঁকে ফাঁকে আবার সেই ভিডিয়োতে গানও গাইতে শোনা যায়।এই ভিডিয়ো পোস্ট করে পরিণীতি লেখেন, ‘গত বছরের ছয় মাস আমি রহমানের স্টুডিয়োতে গান গেয়ে কাটিয়েছিলাম। সেখানে যেতাম আর বাড়ি ফিরে যত পারতাম জাঙ্ক ফুড খেতাম। আমাকে আসলে চমকিলার জন্য ১৫ কিলো ওজন বাড়াতে হতো। সঙ্গে গান শুনতাম আর খেতাম। এটাই আমার রুটিন ছিল।’এখন আবার আগের চেহারায় ফেরার জন্য কসরত করছেন ঠিকই। কিন্তু তিনি সেই রুটিনটা মিস করেন বলে জানান। অভিনেত্রী তাঁর পোস্টে এই বিষয়ে লেখেন, 'এখন ছবিটির শুটিং হয়ে গিয়েছে, আমি বর্তমানে স্টুডিয়োটা খুব মিস করছি। আগের মতো হয়ে ওঠার জন্য খুব খাটছি। আমি একদমই অমরজ্যোতের মতো নই যে। ওটা ভীষণ কষ্টকর ছিল। কিন্তু ইমতিয়াজ স্যারের জন্য আমি সব করতে পারি।' প্রসঙ্গত আগামীতে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে চমকিলা। এর আগে পরিণীতি চোপড়াকে মিশন রানিগঞ্জ ছবিতে দেখা গিয়েছিল। সেখানে তাঁর বিপরীতে অক্ষয় কুমার ছিলেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসে গাঁটছড়া বাঁধেন তিনি। তারপরই মুক্তি পায় তাঁর সেই ছবি। এবার পালা চমকিলার।