Parineeti-Raghav: অনন্ত রাধিকার বিয়েতে নয়, বরং পরিণীতি রাঘব গিয়েছিলেন উইম্বলডনের ফাইনাল দেখতে। সেখান থেকেই একাধিক ছবি পোস্ট করলেন অভিনেত্রী।
Ad
রাঘবের হাত ধরে উইম্বেলডন দেখতে গেলেন পরিণীতি!
বলিউডের একটা বড় অংশ যখন শুক্রবার থেকে রবিবার পর্যন্ত অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে অংশ নিয়েছিলেন তখন অন্যদিকে পরিণীতি চোপড়া তাঁর বরের হাত ধরে চলে গিয়েছিলেন উইম্বলডনের ফাইনাল দেখতে। আর এদিন সেখান থেকেই একাধিক ছবি পোস্ট করলেন অভিনেত্রী।
এবারের উইম্বেলডন ফাইনালে নোভাক জোকোভিচকে পরাজিত করেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। আর সেই ঐতিহাসিক ঘটনার এদিন সাক্ষী থাকেন পরিণীতি চোপড়া এবং তাঁর বেটার হাফ রাঘব চাড্ডা। নিজেই সেই ঘটনার একাধিক ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।
এদিন ম্যাচ দেখার পর জুতো হাতেও একটি স্টোরি পোস্ট করেন অভিনেত্রী। কিন্তু কেন তাঁর সেই অবস্থা হয়েছিল সেটা খোলসা করেননি। পরিণীতি চোপড়া এদিন একটি সাদা ড্রেস পরেছিলেন। উপরে একটি সাদা রঙের কোট পরেছিলেন। অন্যদিকে রাঘব পরেছিলেন সাদা শার্ট এবং প্যান্ট, সঙ্গে খয়েরি রঙের কোট পরেছিলেন। দুজনের চোখেই ছিল রোদ চশমা। রবিবার এই বেশেই তাঁরা উইম্বেলডনের ফাইনালের সাক্ষী থাকে।
এবার উইম্বেলডনের ম্যাচ দেখতে গিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানিও। আম্বানিদের বিয়েতে যোগ দেওয়ার আগে ম্যাচ দেখতে গিয়েছিলেন তাঁরা। এছাড়া নন্দিতা রায়ও এবারের উইম্বেল। ডনের ম্যাচ দেখতে গিয়েছিলেন।
প্রসঙ্গত ২০২৩ সালের মে মাসে আংটি বদল সারেন পরিণীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চাড্ডা। এরপর গত বছরের ২৪ সেপ্টেম্বর তাঁরা সাতপাকে বাঁধা পড়েন। রাজস্থানের উদয়পুরে বসেছিল তাঁদের বিবাহ বাসর।