বাংলা নিউজ > বায়োস্কোপ > Parambrata: 'যে যখন যার সঙ্গে পারছে আমার বিয়ে দিয়ে দিচ্ছে', ‘বিয়ে বিভ্রাট’-এর প্রচারে বিস্ফোরক মন্তব্য পরমের
পরবর্তী খবর
Parambrata: 'যে যখন যার সঙ্গে পারছে আমার বিয়ে দিয়ে দিচ্ছে', ‘বিয়ে বিভ্রাট’-এর প্রচারে বিস্ফোরক মন্তব্য পরমের
1 মিনিটে পড়ুন Updated: 17 Jul 2023, 11:45 AM ISTSubhasmita Kanji
Parambrata Chatterjee on Biye Bibhrat: 'আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি, যে যখন যার সঙ্গে পারছে বিয়ে দিয়ে দিচ্ছে', নাম না করেই কি ‘বিয়ে বিভ্রাট’-এর প্রচারে এসে পিয়ার প্রসঙ্গে তুললেন পরম?
'নিজেই বুঝি না আমি বিবাহিত নাকি অবিবাহিত!', কেন এমন বললেন পরমব্রত
সদ্যই মুক্তি পেয়েছে ‘বিয়ে বিভ্রাট’। আবির-পরমব্রতর জীবনে এই বিয়ে নিয়ে কী কী সমস্যা পোহাতে হয়েছে, কোন জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটাই তুলে ধরা হয়েছে। কিন্তু বাস্তবে পরমব্রতকে বিয়ে নিয়ে কী কী বিভ্রাট পোহাতে হয়?
সম্প্রতি ‘বিয়ে বিভ্রাট’ ছবির প্রচারের জন্য বিখ্যাত ইউটিউবার ঝিলম গুপ্তর মুখোমুখি হয়েছিলেন টলিউডের দুই হার্টথ্রব তথা হ্যান্ডসাম হাঙ্ক পরম এবং আবির। আর সেখানেই ঝিলমের প্রশ্নবাণে ‘উত্তর বিচিত্রা’ শোনালেন ছবির চন্দ্রমৌলি হাজরা। ওরফে পরমব্রত চট্টোপাধ্যায়।
টলি পাড়ার অন্যতম মোস্ট এলিজিবল ব্যাচেলর তিনি। বাংলায় ছড়িয়ে রয়েছে তাঁর অগুনতি মহিলা ভক্ত। কিন্তু এ হেন অভিনেতা এখনও বাস্তবে শোলার টোপর মাথায় পরেননি। কিন্তু কেন? রিল লাইফের মতো সেখানেও কি কোনও বিভ্রাট আছে? এই সাক্ষাৎকারে পরমব্রত জানান, 'আজকাল আমার আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে। নিজেই মাঝে মধ্যে বুঝতে পারি না যে আমি বিবাহিত নাকি অবিবাহিত। যে যখন পারছে যার সঙ্গে পারছে আমার বিয়ে দিয়ে দিচ্ছে! আর তাছাড়া যেহেতু এখনও বিয়ের পিঁড়িতে বসিনি সেহেতু বাড়ি, বাড়ির বাইরে সব জায়গা থেকেই তুমুল চাপ সইতে হয়। তাই বিয়ের এই দিকের বিভ্রাটগুলো আমি সহ্য করছি।'
একদিকে বিয়ের চাপ, একদিকে কাজের চাপ। সামলান কীভাবে অভিনেতা? এই প্রসঙ্গে তিনি বলেন, 'চাপ হচ্ছে আমার মতো মানুষের বঙ্গ জীবনের অঙ্গ। বাড়ি থেকে যখন বেরোই গেটের মুখে চাপ সামলাও লেখা দেখে বেরোই।'
কিন্তু এসব তো নিছকই মজা। এই অভিনেতা বিয়ে বাড়ির লোভনীয় সব পদের সঙ্গে কোন কোন সহকর্মীর মিল পেলেন জানেন? উত্তর শুনলে হেসে কুটোপুটি হয়ে যাবেন।
কাশ্মীরি আলুর দমের সঙ্গে নুসরতের মিল পেয়েছেন পরম, নিজেকে বললেন সোনামুগ ডাল! পাঁপড় নাকি ইন্ডাস্ট্রিতে কাঞ্চন মল্লিক ছাড়া আর কেউই হবেন না। আর রসগোল্লা? দেব প্রেয়সী রুক্মিণী! কী মাথা ঘুরছে এটুকু শুনেই? তাহলে দাঁড়ান আসল পদ যে বাকি। মাটন কষার সেই ঝাঁঝ, সেই ঝাল সেই আকর্ষণীয়, লোভনীয় ব্যাপারের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার মিল পেলেন পরমব্রত।