বাংলা নিউজ > বায়োস্কোপ > Parambrata Chatterjee: যকের ধনের নতুন গল্প নিয়ে আসছেন পরম-কোয়েল-গৌরব, এবার অভিযানে কোথায় গেল বিমলরা?
পরবর্তী খবর
Parambrata Chatterjee: যকের ধনের নতুন গল্প নিয়ে আসছেন পরম-কোয়েল-গৌরব, এবার অভিযানে কোথায় গেল বিমলরা?
1 মিনিটে পড়ুন Updated: 18 Jan 2024, 11:45 PM ISTSubhasmita Kanji
Parambrata Chatterjee: ফিরছে যকের ধন ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি। নতুন অভিযানে গেলেন বিমল, কুমার এবং রুবি। মরুরাজ্য থেকে ছবি পোস্ট পরমব্রতর।
যকের ধনের নতুন গল্প নিয়ে আসছেন পরম কোয়েল গৌরব
ফিরতে চলেছে যকের ধন। হ্যাঁ, আবারও গুপ্তধন খোঁজার জন্য নতুন জায়গায়, নতুন অভিযান শুরু হল বিমলদের। ছবি পোস্ট করে আপডেট দিলেন পরমব্রত চট্টোপাধ্যায়।
ফিরছে যকের ধন?
এদিন পরমব্রত চট্টোপাধ্যায় একটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁর পাশে কোয়েল মল্লিক এবং গৌরব চক্রবর্তীকে দেখা যাচ্ছে। তাঁদের পিছনে দেখা যাচ্ছে সোনার কেল্লা। ফলে বুঝতেই পারছেন এবার তাঁরা যকের ধন উদ্ধার করতে মরুরাজ্যে পাড়ি দিয়েছেন। সেখানেই জমে উঠবে তাঁদের অভিযান। তবে এই ছবি পোস্ট করেই সেটা ডিলিট করে দেন পরমব্রত। তবে তাঁর পোস্ট থেকে জানা গিয়েছে ১৮ জানুয়ারি থেকেই সেখানে শুরু হল যকের ধন ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবির শুটিং।
পরমব্রত চট্টোপাধ্যায় এই ছবিটি পোস্ট করে লেখেন, 'বিমল, কুমার এবং রুবি শীঘ্রই ফিরে আসছে। আমরা আজ আমাদের সফর শুরু করলাম জয়সলমেরে সোনালি শহরে।' তারপর তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন সোনার কেল্লায় যকের ধন এবং যকের ধন। ফলে এখান থেকেই স্পষ্ট যে যকের ধন ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি আসছে। এই ছবিতে সাহেব চট্টোপাধ্যায়কেও দেখা যাবে। ছবিটির প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস।