OMG 2-Pankaj Tripathi: বউ চটেছে, আমি নাকি বাড়িই থাকি না, এবার তাই ছুটি চাই: পঙ্কজ ত্রিপাঠি
1 মিনিটে পড়ুন Updated: 20 Aug 2023, 04:44 PM ISTত্রিপাঠি বলেন, ‘আমি একজন সংবেদনশীল শিল্পী এবং এদেশের একজন আইন মান্যকারী নাগরিক। তাই এই ছবি না দেখেও কেন সবাই বিষয়টি নিয়ে এত হইচই করছে জানি না! সেন্সর বোর্ড তো অনেক পরে আসে কিন্তু তার আগে আমি নিজেও একজন সেলফ সেন্সর অভিনেতা। কাজের মাধ্যমে কখনও ইচ্ছাকৃতভাবে কারও অনুভূতিতে আঘাত করিনি আর করবও না।'
পঙ্কজ ত্রিপাঠি