আর তো মাত্র কয়েকটা দিন। ঢাকে কাঠি পড়ল বলে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে কোমর বেঁধে নেমে পড়েছে বাঙালি। পুজোর কেনাকাটা তো রয়েইছে, সঙ্গে কিন্তু চলছে কোন কোন ঠাকুর এবার দেখতেই হবে তার তালিকা বানানোর কাজ। আপনি কি জানেন, এবার কলকাতার আশেপাশেরই এক অঞ্চলের দুর্গা পুজোর থিম হতে চলেছে তৃণমূলের বিধায়ক মদন মিত্র।
রাজনীতির ময়দানে দীর্ঘদিন ধরে রয়েছেন মদন। তবে আজকাল বিনোদনের দুনিয়াতেও কিন্তু তাঁর খুব নামডাক। টলিউডের সঙ্গে মদনের সখ্যতা কোনও নতুন বিষয় নয়। সদ্য তো ‘ওহ লাভলি’ নামের একটি সিনেমায় কাজও করে ফেলেছেন। তাও আবার হরনাথ চক্রবর্তীর মতো নামজাদা পরিচালকের সঙ্গে। মিউজিক ভিডিয়োর বাজারে পা রেখেছেন অবশ্য বছর দুই আগেই। আরও পড়ুন: ‘কাজের ছিরিছাঁদ নেই, ওঁর সঙ্গে কাজ আমি ফিরিয়ে দিয়েছি’, এআর রহমানকে নিয়ে অভিজিৎ
লিলুয়া সোশ্যাল ইনস্টিটিউট অফ ইয়ুথ ক্লাবের পুজোর এবারের আকর্ষণই হলেন মদন মিত্র। লিলুয়ার ভক্ত নগরের কাছে এই পূজা মণ্ডপখানি। যবে থেকে এদের থিম জানতে পেরেছে এলাকার মানুষ, তবে থেকে ফুটছে উত্তেজনায়। এই পুজোয় মদন মিত্রর আদলে তৈরি হচ্ছে একটি মূর্তি। ধারণা করা যাচ্ছে, বেশ লম্বা লাইন সামলাতে হবে এবারে উদ্যোক্তাদের। আরও পড়ুন: মদনের হাতে বান্ডিল-বান্ডিল নোট, ওড়াচ্ছেন সুন্দরী মেয়েদের উপর! ভোটের আগে ভিডিয়ো ভাইরাল সোশ্যালে
শুনেই চমকে উঠলেন বুঝি! ভাবছেন মায়ের মূর্তির জায়গায় মদন মিত্রের মূর্তি কেন? থিমের অংশ হিসেবে দেখতে পাওয়া যাবে, দুগ্গা মায়ের আরাধনায় নিমগ্ন মদন মিত্রকে। জানা যচ্ছে, মণ্ডপ থেকে মাতৃ প্রতিমা সবই তৈরি হচ্ছে পুরনো জমিদার বাড়ির আদলে। আর ঠাকুর দেখতে এসে সঙ্গে দেখতে পারবেন সকলে মাতৃ আরাধনায় ব্যস্ত মদন মিত্রের মূর্তিটিকেও। যেন তিনিই সেই জমিদার বাড়ির মালিক। আরও পড়ুন: ফ্রি টিকিটে বাজিমাত! যা পাঠান পারেনি, করে দেখাল জওয়ান, ২৪ দিনে কত আয়?
পুজোর থিমে তিনি, আর পুজো উদ্বোধনে থাকবেন না তা কখনও হয়! উদ্বোধনে উপস্থিত হবেন মদন মিত্র একেবারে জমিদারের সাজে। ১৬ অক্টোবর দ্বিতীয়ার দিনে জমিদারের বেশ ধরে ঘোড়ার পিঠে চড়ে আসবেন পুজোর উদ্বোধনে। ও হ্যাঁ, অষ্টমীর দিন সস্ত্রীক এখানে অঞ্জলিও দেবেন তিনি। বুঝতেই পারা যাচ্ছে নিশ্চয়ই, ঠিক কতটা সাজোসাজো রব হবে এই পুজোয়।