বলিউডে স্টারকিডদের নিয়ে মাতামাতির শেষ নেই। পাপারাৎজিদের ক্যামেরার ফ্ল্যাশ থেকে ছেলেমেয়েকে আড়াল করতে রীতিমতো বেগ পেতে হয় তারকাদের। বলিউডের বাইরে আজকাল টলি তারকাদের সন্তানদের নিয়েও সোশ্যাল মিডিয়ায় কম চর্চা হয় না। রাজ-শুভশ্রী পুত্র ইউভান তো সোশ্যাল মিডিয়া স্টার, সময়ে সময়ে ছেলের ঝলক শেয়ার করেন কোয়েল মল্লিকও। তবে এখানে ক্যামেরা তাক ধরে তারকা সন্তানদের পিছু ধাওয়া করবার কালচার একেবারেই নেই।
টলিউডের হার্টথ্রব নায়ক অর্জুন চক্রবর্তী ছেলেবেলার প্রেমিকার সৃজ সেনের সঙ্গে বিয়ের পর্বটা সেরে ফেলেছিলেন খুব কম বয়সেই। অনেকেই হয়ত জানেন না ‘কর্নসুবর্ণের গুপ্তধন’ খ্যাত নায়ক কিন্তু পাঁচ বছরের শিশু কন্যার বাবা! অর্জুনের মেয়েকে কেমন দেখতে? সেই নিয়ে কৌতুহল থাকলেও কোনওদিনই মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি অর্জুন। আগামী ফেব্রুয়ারিতেই পাঁচ পূর্ণ করবে মেয়ে, তার আগে সরস্বতী পুজোর দিন প্রথমবারের জন্য মেয়ের মুখ দেখালেন সৃজা।

মেয়ের প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন সৃজা (ছবি-ইনস্টাগ্রাম)
ছোট পর্দা, বড়ো পর্দা থেকে ওটিটি প্ল্যাটফর্ম- সর্বত্রই অবাধ বিচরণ অর্জুন চক্রবর্তীর। সব্যসাচী চক্রবর্তীর ছোট ছেলে কিন্তু পুরোদস্তর সংসারী মানুষ। ২০১৫ সালের ১০ই মার্চ গাঁটছড়া বেঁধেছিলেন অর্জুন-সৃজা। তবে এই জুটির প্রেমের শুরুটা সেই ২০০৭ সালে। তাঁদের একমাত্র কন্যার নাম অবন্তিকা। ২০১৮ সালের ১৫ই ফেব্রুয়ারি মেয়ের জন্ম দেন সৃজা। এতদিন মেয়ের মুখ আড়ালে রাখলেও এদিন হলুদ লেহেঙ্গায় ছোট্ট সরস্বতীর দেখা মিলল।

হাতেখড়ি দিল অর্জুন কন্যা অবন্তিকা
বাবার হাত ধরে ঠাকুর দেখা থেকে শুরু করে স্লেট পেনসিল হাতে বিদ্যার দেবীর সামনে হাতে খড়ি দেওয়া, সবটাই সারল খুদে। মন দিতে ‘এ বি সি ডি’ লিখতে দেখা গেল অবন্তিকাকে। অর্জুনের সুখী গৃহকোণের এই মিষ্টি ঝলক দেখে বেজায় খুশি ভক্তরা।
আরও পড়ুন-মিমি থেকে শুভশ্রী, টলি নায়িকাদের সরস্বতী পুজো কেমন কাটল? ছবিতে দেখুন ঝলক!
অর্জুনকে শেষবার রুপোলি পর্দায় দেখা গিয়েছে ‘খেলা যখন’ ছবিতে। ‘গানের ওপারে’র পর এই ছবির হাত ধরেই দর্শক ফের একসঙ্গে দেখেছে অর্জুন-মিমিকে। আগামিতে অর্জুনকে দেখা যাবে ‘মিথ্যে প্রেমের গান’ ছবিতে। এই ছবিতে অনির্বাণ ভট্টাচার্য এবং ইশা সাহার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেতা।
আরও পড়ুন-হলুদ শাড়িতে মেয়ে কোলে ‘মিসেস চ্যাটার্জি’! বাগদেবীর কাছে কী চাইলেন রানি?
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup