২৫ এপ্রিল মুক্তি পেয়েছে যশ-নুসরত ও মৌসুমী চট্টোপাধ্যায়ের ছবি 'আড়ি'। এই ছবিতে শুধুই অভিনয় নয়, প্রযোজনাও করেছে যশ-নুসরত জুটি। ছবি নিয়ে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে দর্শকদের মধ্যে। তবে 'আড়ি' মুক্তি পেতে না পেতেই কিছু নিন্দুক যশ-নুসরতের এই ছবি নিয়ে নানান কটু কথা বলতেও ছাড়ছেন না। তবে এবার সেই নিন্দুকদের একহাত নিলেন নুসরত জাহান।
'আড়ি' বিশেষ আপডেট সোশ্যাল মিডিয়ার পাতায় পোস্ট করেছেন নুসরত। কী লিখেছেন অভিনেত্রী?
নুসরত লেখেন, ‘লোকে আপনাকে নিচে নামানোর জন্য যাই বলুক বা করুক না কেন.. আপনার কাজের প্রতি আপনার সততা সবসময় বাঙালিদের কাছে প্রশংসিত হবেই!’ চমৎকার প্রতিক্রিয়া, অত্যন্ত কৃতজ্ঞ!' এই পোস্টের সঙ্গে কোন কোন সিনেমাহলে ‘আড়ি’ দেখা যাচ্ছে, তার একটি 'চলমান' তালিকা পোস্ট করছেন নুসরত।
আরও পড়ুন-রটেছিল অসুস্থতার খবর, এরই মাঝে কোন্নগরে শকুন্তলা কালী মায়ের দর্শনে কাঞ্চন মল্লিক