ফিকশনে টানা টপার স্টার জলসার অনুরাগের ছোঁয়া। আপাতত সেই মেগার নম্বরও ধরাছোঁয়ার বাইরেই থাকে। প্রায় প্রতিদিনই থাকে নয়ের ঘরে। কড়া টক্কর দিয়ে উঠতে পারছে না কোনও ধারাবাহিকই। এতদিন এই একই ঘটনা ছিল নন ফিকশনেও। রচনা বন্দ্যোপাধ্যায়ের দিদি নম্বর ১-এর কাছে ঘেঁষতে পারত না কেউই। তবে পরিস্থিতি বদলেছে। ডান্স বাংলা ডান্স শুরু হওয়ার পর থেকেই সম্পূর্ণ অন্য চিত্র।
ঠিকই ধরেছেন চলতি সপ্তাহে নন ফিকশনে সেরার স্থানে দিদি নম্বর ১-এর সানডে ধামাকাকে সরিয়ে এসেছে ডান্স বাংলা ডান্স। ৭.৫ নম্বর পেয়ে রয়েছে টপে। নাচের এই রিয়েলিটি শো বরাবরই হিট। তবে এবার যেন আরও বেশি মজা পাচ্ছে দর্শক। মহাগুরুর আসনে মিঠুন চক্রবর্তীকে পছন্দ করছে দর্শক। মিঠুনের সঙ্গে প্রতিযোগীদের মজাঠাট্টা, তিন মহিলা বিচারকের উপস্থিতিও এবারের শো-র ইউএসপি। আরও পড়ুন: ‘প্রেমে’ ধুনো দিয়ে একসঙ্গে দোল খেললেন কাঞ্চন-শ্রীময়ী, ‘লুকিয়ে’ গিয়েছিলেন কোথায়?
৫.৮ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দিদি নম্বর ১। বিগত ১০ বছর ধরে রচনা মাতিয়ে আসছেন এই গেম শো। যেভাবে বড় পরদা ছেড়ে তিনি ছোট পরদা দিয়ে ঘরে ঘরে মা-বোনের মনে নিজের জায়গা করে নিয়েছেন তা প্রশংসা যোগ্য। আরও পড়ুন: বড় পরদার কাজ ফেলে আবির এলেন টিভি সিরিয়ালে, কোথায় দেখবেন হ্যান্ডসাম নায়ককে?