
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
রিয়েলিটি শো রোডিজের নতুন সিজনের সেটে বিপত্তি। শ্যুটিং সেটেই অজ্ঞান হয়ে পড়ে যান নেহা ধুপিয়া। তবে তারপরেও নেহা থামতে নারাজ। একটু সুস্থ হয়ে উঠে ফের শ্যুটিং চালিয়ে যান তিনি। জানা যাচ্ছে, শ্যুটিং শেষ হয়ে যাওয়ার পরও কাজ চালিয়ে যাচ্ছিলেন নেহা। তাতেই এই বিপত্তি। তবে রোডিজ-এর জনপ্রিয় এই বিচারকের দাবি, কোনও কিছুই থামাতে পারবে না তাঁকে।
নেহা ধুপিয়া জানান, ‘এটি একটি ছোটখাটো স্বাস্থ্যগত সমস্যা ছিল, তবে আমি আবারও ফের নিজের পায়ে দাঁড়াতে পারছি। আমি কাজ নিয়ে আগের মতোই অনুপ্রাণিত ও উৎসাহী। রোডিজ সবসময় সীমাবদ্ধতা অতিক্রম করার কথা বলে। আর এই শো তাই আমাকেও প্রতিটি বাধা অতিক্রম করতে অনুপ্রাণিত করে। কোনও কিছুই আমাকে থামাতে পারবে না।’
তবে, অভিনেত্রী সকলকে আশ্বস্ত করেছেন যে তিনি ফিট, ভালো আছেন এবং রোডিজের একজন গ্যাং লিডার হিসেবে তাঁর যাত্রা চালিয়ে যেতে তিনি প্রস্তুত।
প্রযোজনার একটি সূত্র জানিয়েছে, ‘নেহার কাজের প্রতি নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়। ব্যস্ত সময়সূচী ও স্বাস্থ্যগত চ্যালেঞ্জ সত্ত্বেও, তিনি সক্রিয়ভাবে কাজ করে চলেছেন, নিজের দায়িত্ব পালন করে চলেছেন। এছাড়া অডিশনের সময়ও সবরকমভাবে নিজের দায়িত্ব পালন করেন।’
এদিকে রোডিজ-এর একটি প্রোমোতে নেহার অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার ঘটনাটি তুলে ধরা হয়েছে। প্রসঙ্গত দুই সন্তানের মা হওয়ার পর মাত্র ১ বছরে ২৩ কেজি ওজন ঝরিয়েছেন নেহা ধুপিয়া। কাজেও ফিরেছেন। তবে প্রশ্ন উঠছে এত তাড়াতাড়ি এতটা ওজন কমানোর কারণেই কি শারীরিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে নেহাকে?
৳7,777 IPL 2025 Sports Bonus