Ranbir-Alia-Vicky in Love and War: বনশালির আগামী ছবির নাম ‘লাভ অ্যান্ড ওয়ার’। সেই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন রণবীর-আলিয়া-ভিকি। নতুন ছবির আসতেই ছেলে এবং পুত্রবধূর জন্য সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা দিলেন মা নীতু কাপুর।
রালিয়ার ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে উচ্ছ্বসিত নীতু
প্রথমবার এক ছবিতে দেখা যাবে রণবীর কাপুর, ভিকি কৌশল এবং আলিয়া ভাটকে। ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে আসছেন পরিচালক সঞ্জয় লীল বনশালি। বনশালির আগামী ছবির নাম ‘লাভ অ্যান্ড ওয়ার’। সেই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন রণবীর-আলিয়া-ভিকি। নতুন ছবির আসতেই ছেলে এবং পুত্রবধূর জন্য সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা দিলেন মা নীতু কাপুর।
এ দিন বনশালির আগামী ছবির নাম ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর ঘোষণার ছবি পোস্ট করে নীতু লেখেন, ‘লাভ অ্যান্ড ওয়ার! রাহার বাবা-মা, আমার সবসময়ের প্রিয় পরিচালক সঞ্জয় লীলা বনশালির সঙ্গে তোমরা দুজনে আমাকে গর্বিত করেছ। ভিকি কৌশল তোমাদের জাদু দেখার অপেক্ষায় আছি’। আরও পড়ুন: 'ফাইটার'-এর স্ক্রিনিংয়ে যোগ দেন শাহরুখ, হাজির সুজান-সাবাও! কী হল তার পরে
দেখুন নীতু কাপুরের পোস্ট-
ছবির ঘোষণা হওয়ার পর পরই আলিয়া এবং ভিকি দুজনেই নিজেদের ইনস্টাগ্রামের পেজে এই সুখবর ভাগ করে নিয়েছেন। পোস্টটি শেয়ার করে ভিকি লিখেছেন, ‘চিরন্তন সিনেমার স্বপ্ন সত্যি হয়েছে। সঞ্জয় লীল বনশালি, রণবীর কাপুর, আলিয়া ভাট, @prerna_singh6 @bhansaliproductions # Love & War’। ভিকির পোস্টে তাঁর ভাই সানি কৌশল এবং বাবা শ্যাম কৌশল ভালোবাসা উজাড় করেছেন। আরও পড়ুন: মধ্যমণি অ্যান্টনি হপকিন্স, ঘিরে সলমন-আলিয়ারা, হলি-বলির মিলিত ছবি হচ্ছে নাকি