বাংলা নিউজ > বায়োস্কোপ > Amor Songi Slot: নীল-শ্যামৌপ্তি জুটিকে হেলাফেলা জি বাংলার? অমর সঙ্গীর সম্ভাব্য স্লট ঘিরে তুমুল বিতর্ক
দীর্ঘদিন পর জি বাংলার পর্দায় ফিরছেন নীল ভট্টাচার্য। কৃষ্ণকলি-র নায়কের কামব্যাক ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। ‘অমর সঙ্গী’তে নীলের জোড়িদার শ্যামোপ্তি মুদলি। অথচ শুরুর আগে তুমুল বিতর্কে জড়াল এই শো। নেপথ্যে এই শো-এর টেলিকাস্টের সময়। আরও পড়ুন-'অমর সঙ্গী নামটার সঙ্গে যেন সুবিচার করতে পারি', বুম্বাদার টিপসের অপেক্ষায় নীল!